মন্দ জিনিস ভালো জিনিসকে তাড়িয়ে দিচ্ছে: আকবর আলি।

Home Page » জাতীয় » মন্দ জিনিস ভালো জিনিসকে তাড়িয়ে দিচ্ছে: আকবর আলি।
শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬



 130963_1

বঙ্গ-নিউজ ডটকমঃ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বর্তমান সময়ে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে সব জায়গায় খারাপ জিনিস ভালো কিছুকে তাড়িয়ে দিচ্ছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের বিভাগের অ্যালামনাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ড. আকবর আলি খান বলেন, ‘মন্দ জিনিস ভালো জিনিসকে তাড়িয়ে দিচ্ছে। এটা শুধু প্রশাসনে নয়, শিক্ষাক্ষেত্রেও এমন প্রতিনিয়ত ঘটে চলেছে। এই অবস্থা যদি বিরাজ করতে থাকে, তাহলে আমরা ক্রমশ অন্ধকারের দিতে যেতে থাকব।’ তিনি বলেন, মিথ্যাকে দূরে ঠেলে, সত্যকে ধারণ করেই সঠিক ইতিহাস আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আর এবিষয়গুলো সম্পাদনে ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানান সরকারের সাবেক এ আমলা। এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করব যারা শিক্ষাব্যবস্থা পরিচালনা করেন, তারা উন্নত দেশগুলোর সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর অনুকরণে যেন পাঠ্যসূচি প্রণয়ন করেন।’ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র। এ সময় পুরোনো সহপাঠীদের সাক্ষাৎ পেয়ে ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করেন অনেকেই। কেউ কেউ জীবনের শেষ প্রান্তে এসেও হারিয়ে যান তারুণ্যের সেই উচ্ছ্বলতায়। আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাসই ইতিহাসকে ধারণ করে। তবে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা। ৯৪ বছরের পুরোনো এই বিভাগের অনেক শিক্ষার্থীই কর্মক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৫   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ