ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, তিন জনের মৃত্যু।

Home Page » আজকের সকল পত্রিকা » ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, তিন জনের মৃত্যু।
শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬



 0-1

বঙ্গ-নিউজ ডটকমঃ

বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত লাখো মুসল্লি। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে মুসল্লিদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো ইজতেমা এলাকা। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশ এলাকার লাখো মুসল্লি জুমার নামাজে অংশ নেন। ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা, পাটি, চটের বস্তা, খবরের কাগজ, চাদর ও পলিথিন বিছিয়ে জুমার নামাজে শরিক হন। বিশ্ব ইজতেমায় বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের, বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মুসল্লিদের সুবিধার্থে তা বাংলায় তরজমা করা হবে। এসব বয়ান ইংরেজি, ফার্সি, মালয় ভাষায়ও তরজমা করা হবে। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এবারের ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয় শুক্রবার বাদ ফজর। এ সময় ভারতের মাওলানা আবদুর রহমান উর্দুতে আমবয়ান করেন। রোববার (১০ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন। এবারের ইজতেমায় দুই দফায় মোট ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম দফায় ঢাকা জেলাসহ ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় ঢাকা জেলাসহ ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন ইজতেমায়। ইজতেমায় তিন মুসল্লির মৃত্যুঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। এরা হলেন, সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)। লাশের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার রাতে ওই তিন মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্ধ্যায় ফরিদ উদ্দিন রাত ১১টার দিকে নূর ইসলাম ও রাত পৌনে ১ টার দিকে এবং জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। ইজতেমা ময়দানে জানাজার পর শুক্রবার সকালে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২০   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ