গণতন্ত্র থাকলেই উন্নয়ন, বাংলাদেশ তার প্রমাণ।

Home Page » আজকের সকল পত্রিকা » গণতন্ত্র থাকলেই উন্নয়ন, বাংলাদেশ তার প্রমাণ।
শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬



 130946_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকলে একটি দেশ যে উন্নত হতে পারে, বাংলাদেশ তা প্রমাণ করেছে। তিনি শুক্রবার গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে এক অনুষ্ঠানে একথা বলেন। হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারর দায়ে খালেদার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন বলে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। পরে ঠিকই ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে হাজিরা দিতে গেলেন। প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াওয়ের কারণে পৌরসভা নির্বাচনে জনগণ বিএনপি ভোট দেয়নি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে শুক্রবার পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় যান। এরপর সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ। দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি। সেখানে মিলাদ মাহফিল, জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি করবেন। এরপর বিকেল তিনটায় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ