ছয় মাস মাঠের বাইরে থাকবেন মাশরাফি!

Home Page » ক্রিকেট » ছয় মাস মাঠের বাইরে থাকবেন মাশরাফি!
মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬



MASHRAFEE+1

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

মাশরাফিরা শেষ ওয়ানডে খেলেছেন গত বছর ১১ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে। এ বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ওই সিরিজটি। গত অক্টোবরে অস্ট্রেলিয়া দলের সফর বাতিল হওয়ায় বিসিবি জিম্বাবুয়েকে অতিথি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য। সেই সিরিজ হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম দূরেই আছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে, আগামী ১৪ জানুয়ারি থেকেই বড় একটা ক্রিকেট-যজ্ঞে প্রবেশ করবে দলটি। জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর পর অনুষ্ঠিত হবে। তবে, এরপরই লম্বা একটা সময় ক্ষরা! -টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর পর্যন্ত সীমিত ওভারের কোনো খেলা নেই বাংলাদেশের। মে মাসের পর ঘরোয়া ক্রিকেটেও সীমিত ওভারের খেলা থাকছে না। মাশরাফি তখন কর্মহীন একজন মানুষ হয়ে পড়তে পারেন। বাংলাদেশ সীমিত ওভারের দলনেতার জন্য আরও দুঃসংবাদ আছে- পুরো ১ বছর আন্তর্জাতিক ওয়ানডে খেলবেন না তারা। এর অর্থ হচ্ছে ছয় মাসেরও বেশি সময় বাধ্য হয়েই মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে। বাংলাদেশ দলের পরবর্তী আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এ বছর নভেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সাল এভাবেই সাজানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফটিপি বা ফিউচার ট্যুর প্রোগ্রাম। ম্যাচ না খেলে এই লম্বা সময় মাশরাফি কাটাতে চান না। দৈনিক আলোকিত বাংলাদেশকে এই ব্যাপারে তিনি বলেন, ‘সবকিছু এমনভাবে সাজানো যে, বেশি কিছু করার নেই। তবে আশা করব, বিসিবি আমাদের জন্য কিছু ম্যাচের ব্যবস্থা করবে। কারণ, আমরা ভালো ছন্দে আছি। ছন্দটা ধরে রাখতে এবং পয়েন্ট বাড়াতে হলে ম্যাচ লাগবে এবং জিততে হবে। যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারা এটা জানেন এবং সেভাবে চেষ্টাও করছেন নিশ্চয়ই।’ তবে, আশার কথা হল এ বছর জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে বা অন্য কোনো দলের বিপক্ষে সীমিত ওভার ম্যাচের সিরিজ আয়োজন করা হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। জানুয়ারির টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে সংযোজন করে মে-জুনে করার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৫৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ