দেশের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার

Home Page » জাতীয় » দেশের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার
রবিবার, ৩ জানুয়ারী ২০১৬



sam_1726.JPGকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ‘সমাজসেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি কলেজ রোড প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। ৱ্যালিতে জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আতিয়ার রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ৱ্যালি শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও সমাজসেবার পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আতিয়ার রহমান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সহসভাপতি জেলা সমাজকল্যাণ পরিষদ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। জেলা সমাজসেবা অফিসার (অ.দা.) ও সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সভানেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন, হাসপাতাল সমাজসেবা অফিসার আবু নাসির, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, পাসর নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপমহাসচিব ইলিয়াছ হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হক, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনসহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম ও বেসরকারি মাদরাসা ওসমানপুর প্রাগপুর এতিমখানার সুপার শামসুজ্জামান। সভায় প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতর সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সামাজিক সুরক্ষাভাতা ও উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যক্তির আবাসন ও ভরণপোষণসহ শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন, শিশু সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ৫০টি কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমান সরকার দেশের দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আতিয়ার রহমান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সহসভাপতি জেলা সমাজকল্যাণ পরিষদ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। পরে আপন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল ও শিশু পরিবারের উদ্যোগে বিবাহিত ৩ এতিম মেয়ের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ