নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন : প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন : প্রধানমন্ত্রী
শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬



নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন : প্রধানমন্ত্রীবঙ্গনিউজ ডটকমঃ পণ্যের মান উন্নয়ন, নিজস্ব ব্র্যান্ড তৈরি ও সেগুলো বাজারজাত এবং রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০১৬) উদ্বোধন করেন তিনি। মাসব্যাপী এ মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের সর্বশেষ পণ্য দেশি-বিদেশি ক্রেতাদের সামনে প্রদর্শন করবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দেশের সর্ববৃহৎ এই বাণিজ্য মেলার আয়োজন করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমাদের রপ্তানি যোগ্য পণ্য অনেকে বেড়েছে। ৭২৯টি পণ্য ১৯২টি দেশে আমরা রপ্তানি করছি। ২০০৫-’০৬ সালে আমাদের রপ্তানি ছিল ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি বহুমুখীকরণ করতে পারলে এর পরিমাণ আরও বাড়ানো যাবে। আমাদের এখন আর পরমুখাপেক্ষি হয়ে চলতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘কারও কাছে ভিক্ষা চেয়ে আমরা চলি না, সেটুকু মর্যাদা আমরা অর্জন করতে পেরেছি।’

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুর্কি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ ২১টি দেশ অংশ নিচ্ছে এ মেলায়। এ বছর নতুন সাতটি দেশ মরিসাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো ও ভুটান এ মেলায় অংশ নিচ্ছে।

মেলায় পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৩০ টাকা, আর শিশুদের জন্য ২০ টাকা। মেলায় রয়েছে ১১১টি প্যাভিলিয়ন, ৫৭টি মিনি প্যাভিলিয়ন, ৮০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ২৭৬টি স্টল।

মেলায় যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনী ও সৌন্দর্য সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ওয়াব, খেলনা, স্টেশনারি, ঘড়ি, গহনা, সিরামিক সামগ্রী, স্থানীয় পোশাক সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্স্ট ফুড, আসবাবপত্র ও হস্তশিল্প ইত্যাদি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৯   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ