শব্দাবলীর ২৫ বছর

Home Page » বিনোদন » শব্দাবলীর ২৫ বছর
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫



শব্দাবলী গ্রুপ থিয়েটারের নীল ময়ূরের যৌবন নাটকের দৃশ্যবঙ্গনিউজ ডটকমঃ না, শব্দাবলী গ্রুপ থিয়েটারের ২৫ বছর নিয়ে কথা হচ্ছে না। দলটি তো গড়ে উঠেছিল ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর। আজ ২৫ বছরে পড়ল শব্দাবলীর স্টুডিও থিয়েটারটি। সেই যে ১৯৮৭ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে নির্দেশনাবিষয়ক একটি কর্মশালা হয়েছিল, সেখানেই স্টুডিও থিয়েটার নিয়ে কথা হয়। সে কর্মশালায় অংশ নিয়েছিলেন শব্দাবলীর সৈয়দ দুলাল। তিনি শব্দাবলী কার্যালয়ে স্টুডিও থিয়েটার গড়ে তোলার পরিকল্পনা করেন। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর বরিশালের সদর রোডের লুকাস বিল্ডিংয়ে গড়ে তোলা হয় শব্দাবলী স্টুডিও থিয়েটার। প্রাথমিক সংস্কার ও নাটক মঞ্চায়নের জন্য প্রস্তুত হওয়া স্টুডিও থিয়েটারটিতে সে বছরই মনোজ মিত্রের রচনা ও সৈয়দ দুলালের নির্দেশনায় মঞ্চস্থ হয় মেঘ ও রাক্ষস নাটকটি। শব্দাবলী স্টুডিও থিয়েটারটিই বাংলাদেশের প্রথম স্টুডিও থিয়েটার।

আজ সন্ধ্যা থেকেই জমজমাট হয়ে উঠবে বরিশালের লুকাস বিল্ডিং প্রাঙ্গণ। সন্ধ্যা ছয়টায় ২৫টি প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে মিলবেন সবাই। এরপর শব্দাবলীর বিভিন্ন নাটকের গান ও কোরিওগ্রাফি নিয়ে থাকবে ৪০ মিনিটের একটি কোলাজ পরিবেশনা। আমন্ত্রিত অতিথিদের পরিবেশনাও থাকবে এরপর। কবিতা, গান, আবৃত্তি করবেন এবং শব্দাবলীর পক্ষ থেকে পাবেন উপহার। তিনটি দলের মেয়েরা পরিবেশন করবে নাচ। আর সংগঠনের বারান্দায় থাকবে ভাপা পিঠা আর চিতই পিঠা দিয়ে চায়ের আয়োজন। দলের কর্ণধার সৈয়দ দুলাল বললেন, ‘এই খাবার চাহিবামাত্র সরবরাহ করিতে বাধ্য থাকিবে শব্দাবলী।’

আগামী ১৫ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত শব্দাবলীর নাট্যোৎসবও আসছে। তার আগে এভাবেই চাঙা হয়ে নিচ্ছে দলটি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:১৬   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ