সোনার দাম যেন রোলার কোস্টার!

Home Page » অর্থ ও বানিজ্য » সোনার দাম যেন রোলার কোস্টার!
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫



.

.বঙ্গনিউজ ডটকমঃ বিশ্ববাজারে সারা বছরই ওঠা-নামা করেছে সোনার দাম। দামের এই ওঠা-নামাকে তুলনা করা যায় রোলার কোস্টারের সঙ্গে। তবে বছর শেষে নিম্নমুখী ধারাতেই থেকেছে সোনার দাম। অবশ্য এই সুবাতাস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়নি। কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে হারে কমেছে দেশে সেই হারে কমাননি ব্যবসায়ীরা। তাঁদের যুক্তি, আন্তর্জাতিক দামে তাঁরা কিনতে পারেন না।

বছরের শুরুতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪৪ হাজার ৫২১ টাকা। বছরের শেষে এসে হয়েছে ৪১ হাজার ২৯০ টাকা। তার মানে কমেছে ৩ হাজার ২৩১ টাকা। যদিও বছরের শুরুতে ২০১৫ সালের ১ জানুয়ারিতে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ১৮৪ ডলার। জানুয়ারির শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩০২ ডলারে। মার্চের দিকে দাম কমে এলেও এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কখনো বেড়েছে, আবার কখনো কমেছে মূল্যবান এই ধাতুটির দাম। আগস্টে প্রতি আউন্স সোনার দাম কমে ১ হাজার ৮০ ডলার প্রতি আউন্সে চলে আসে। বছরের শেষে ডিসেম্বরে এসে তা আরও কমে ১ হাজার ৭০ ডলারে নেমে আসে।

হিসাবে দেখা যায়, প্রতি ভরিতে দামের ওঠা-নামার কারণে বিশ্লেষকেরা ২০১৬ সালের সোনার দাম কেমন হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১১:৪৯:১০   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ