বঙ্গনিউজ ডটকমঃ সবকিছুর সঙ্গে ‘স্মার্ট’ শব্দটা জুড়ে দেওয়াই হবে ২০১৫ সালের প্রযুক্তির ধারা। বছরের শুরুতে এই ভবিষ্যদ্বাণী করেছিল বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। তাদের সে কথার সত্যতা তো মিলেছেই, সঙ্গে যুক্ত হয়েছে নতুন অনেক কিছু। এ বছরে অনেক ঘটনার সাক্ষী হয়েছে প্রযুক্তিবিশ্ব।
লাই-ফাই
আলোর বাতিতে ইন্টারনেট
লাইট বাল্বের কাজ কী? আলো দেওয়া। তবে একদল এস্তোনীয় উদ্যোক্তা বলছেন, ইন্টারনেট ছড়িয়ে দেওয়া! এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি কাজে লাগিয়ে এই উদ্যোক্তা প্রতি সেকেন্ডে এক গিগাবিট (জিবিপিএস) গতিতে তথ্য প্রেরণ করেও দেখিয়েছেন। প্রকৌশলীদের ধারণা, লাই-ফাই নামের এ প্রযুক্তির মাধ্যমে ২২৪ জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া সম্ভব।
ফেসবুক এম
স্মার্টফোনে নয়, মেসেঞ্জারে ডিজিটাল সহকারী
অ্যাপলের যেমন সিরি, মাইক্রোসফটের আছে করটানা। তারপরও মেসেঞ্জার অ্যাপে ‘এম’ নামের এক ডিজিটাল সহকারী যোগ করেছে ফেসবুক। কেন? ফেসবুকের মুখপাত্র জিলিয়ান স্টিফানকি প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘এম আপনার হয়ে কাজ করবে—আপনার যা দরকার, যেভাবে দরকার, যখন দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা তো বটেই, তবে নতুনত্ব হলো, এমের পেছনে আছে একদল দক্ষ রক্তমাংসের মানুষ।’
যদি হারাতে না পারো, তবে কাজ তাদের মতো করেই করো
বছরজুড়ে এটাই যেন বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ ছিল। উদাহরণ হিসেবে গুগলের কথা বলা যায়। স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, টিভি ডোঙ্গল বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি, যেমনটা আছে অ্যাপলের। এমনকি গুগল ডকসে কাজ করার ধরন হবে ঠিক মাইক্রোসফটের অফিস ৩৬৫-এর মতো! এদিকে সারফেস বুক নামের চমৎকার এক ল্যাপটপ কম্পিউটার বানিয়েছে মাইক্রোসফট, যে কাজটি এত দিন অ্যাপল করে এসেছে। অন্যদিকে পণ্য তৈরি ও বিক্রিতে গুগলের কৌশল অবলম্বন করছে অ্যাপল।
অ্যাপল ওয়াচ
স্মার্টঘড়ির প্রমিত মান বলা যায় অ্যাপল ওয়াচ। কেমন হবে, কী কী কাজ করবে, তা এই ঘড়ি দেখেই যেন শিখছে সবাই। তা ছাড়া দেখতেও আর দশটা ঘড়ির মতোই, ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও মানিয়ে নিচ্ছে।
পাঁচ ডলারের
র্যাস্পবেরি পাই জিরো
কম খরচের কম্পিউটার তৈরিতে র্যা স্পবেরির খুব খ্যাতি। তাই বলে পাঁচ ডলার? কমবেশি ৪০০ টাকার এই কম্পিউটারে ১ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম আছে। গত নভেম্বরে বাজারে ছাড়া এই কম্পিউটারটির নাম র্যাস্পবেরি জিরো।
ফেসবুকে ভিডিও
ইনস্টাগ্রামে ছবি
ভিডিও দেখার সেবা বলতে এক নামে সবাই ইউটিউবের কথাই বলবেন। তবে ফেসবুকে ভিডিও জনপ্রিয় করতে মার্ক জাকারবার্গ বাহিনী উঠেপড়ে লেগেছে। কাজও হয়েছে বেশ। ওদিকে ছোট্ট সেই ইনস্টাগ্রাম আর ছোট নেই। ছয়ে পা দেওয়ার পরও প্রবৃদ্ধির হার কমেনি এতটুকু।
এখনো ইউটিউবই সেরা
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভিডিও যেভাবে জনপ্রিয় হচ্ছে, তাতে ইউটিউবের কী হবে? ৩৬০ ডিগ্রি ভিডিও, মিউজিক স্ট্রিমিং, ইউটিউব গেমিং এবং ভার্চ্যুয়াল রিয়ালিটির ব্যবহারে ইউটিউব বরং এগিয়ে আছে একধাপ।
ব্যাটারিতে মিটবে দৈনন্দিন বিদ্যুৎ
অ্যালোন মাস্ক যদিও তাঁর টেসলা বৈদ্যুতিক গাড়ি কিংবা মহাকাশ রকেটের জন্যই বিখ্যাত। তবে তাঁর ব্যাটারিচালিত বাড়ির তত্ত্বও কম জনপ্রিয়তা পায়নি। বড় বড় লিথিয়াম আয়ন ব্যাটারি বিক্রি করতে চান তিনি, যা সৌরতাপ থেকে পুনরায় চার্জ হবে। এই ব্যাটারি দিয়েই মিটবে ঘরের দৈনন্দিন বিদ্যুতের চাহিদা।
বাংলাদেশ সময়: ১৬:২৬:০৯ ৩৯৩ বার পঠিত