নতুন স্মার্টফোনে আগ্রহ বেশি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » নতুন স্মার্টফোনে আগ্রহ বেশি
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ঢাকার স্মার্টফোনের বাজারে নতুন ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। বাজারে এখন স্যামসাং, এইচটিসি, হুয়াওয়ে, আমরা, ওয়ালটন, লাভা, গোল্ডবার্গসহ বিভিন্ন স্মার্টফোনের ক্রেতা বেশি বলে জানালেন বিক্রেতারা। গতকাল সোমবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোনের দাম নিচে দেওয়া হলো।

স্মার্টফোন

স্যামসাং: গ্যালাক্সি এ ফাইভ ২৪,৯০০; এ৮ ৪৪,৯০০; গ্যালাক্সি এস৬ ৪৪,৯০০ ও ৬এজ ৭৯,৯০০ টাকা। অ্যাপল: আইফোন সিক্স ১৬জিবি ৭৩,৮০০ ও আইফোন সিক্স ৬৪জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ১৬জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪জিবি ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮জিবি ১,০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া-৭৩০ ২১,৫০০; লুমিয়া-৫৩৫ ১১,৫০০; লুমিয়া-৫৩২ ৯,৫০০; লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১২,৯০০; লুমিয়া-৬২৫ ১৯,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা ১৫,৫০০ টাকা। সিম্ফনি: এইচ-৬০ ৭,৯৯০; এইচ-১২০ ৮,৩৯০ ও এইচ-২৫০ ১০,৯৯০; জেড-৫ ১৪,৯৯০; এইচ-২০০ ১২,৯৯০; ভি-৫৫ ৬,৫৯০; ডব্লিউ-১৬ ৪,৫০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৩০ ১০,৯৯০; ডব্লিউ-১৬০ ১২,৯৯০; ডব্লিউ-১২৮ ৮,৯৯০; ডব্লিউ-৬৯কিউ ৫,৮৪০ টাকা। ওয়ালটন: আরএক্স-৩ ১৩,৯৯০; আরএক্সটু ১২,৯৯০ ও প্রিমো জেডওয়ান ২৮,৯০০; জিএম ৯,২৯০; এনএক্স-২ ১৪,৪৯০; জেএফ-৩ ৭,৮৯০; প্রিমো এসথ্রি ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জিএফ ৮,৬৯০; জি-৫ ৮,৯০০; জিটু ১২,৫৯০; জিএইচ-৩ ১০,৯৯০ ও জিথ্রি ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৯,৩৯৯; ইভিও ভিএক্সটু ৪,০৪৯; ইভিও ভিএক্সওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯; হুয়াওয়ে: অনার ওয়াই৫সি ৬,৯৯০; অনার হলি ১০,৯৯০; অ্যাসেন্ড ওয়াই-৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি-৬১০ ১৩,৫০০; জি-৬৩০ ১৫,৪৯০; জি-৭৩০ ১৬,৫০০; জি-৭০০ ১৯,৯৯০; ও অ্যাসেন্ড মেট ২২,৯৯০; অ্যাসেন্ড পি-৬ ২৪,৯৯০ টাকা। অপ্পো: নিও-৩ ১৪,৮০০; এনওয়ান মিনি ৩৬,০০০; আরওয়ানকে ৩২,০০০; ফাইন্ড-৭ ৪৯,৯০০ ও ফইন্ড৭এ ৪১,০০০ টাকা। এলিট: ইভিও এনএক্স-১ ৯,৭৭৭ ও ইভিও-৭০ ৭,১১১ টাকা। আমরা: এফোন ১৩,৮০০ ও সিগনেটা ৯,৯৯০ টাকা।

বাজারে নতুন

স্যামসাং: গ্যালাক্সি জে ফাইভ ১৮,৯০০; গ্যালাক্সি জে সেভেন ২১,৯০০। মাইক্রোসফট: লুমিয়া-৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি-১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স-২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরু ১৭,৯৯০; আইডলএক্স ১৪,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। হুয়াওয়ে: পি-৮ ৪৯,৯৯০ ও পি লাইট ২২,৪৯০; ওয়াই-৬২৫ ৯,৯৯০; মিনি গ্লোড ১৫,৯০০ ও আনার-৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। আমরা: কেয়া প্রো ৭,৯৪০ ও কেয়া লাইট ৬,৪৯০ টাকা। লাভা: আইআরআইএক্স এক্স-৫ ১১,৫০০; এক্স-৯ ১৪,৯৯০; এক্স৮কিউ ১২,৯০০ ও ৮০০ ৮,৯০০ টাকা। মাইসেল: এএইচ-৫৪৪ ৪৫,০০০ টাকা। সিম্ফনি: পি-৬ ৯,৯৯০ টাকা। অপ্পো: আর সেভেন ৩৬,০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯:২০:১৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ