সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ আ. লীগের

Home Page » আজকের সকল পত্রিকা » সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ আ. লীগের
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫



সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ আ. লীগেরবঙ্গনিউজ ডটকমঃ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পৌরসভা নির্বাচন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ নির্দেশ দেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘শুরু থেকে বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ করে আসছে। আমরা আজ আর কোনো অভিযোগ করব না। দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ থাকবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে তাঁরা যেন সহায়তা করে। ভোট নিয়ে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপিসহ অন্য দলগুলোকেও অনুরোধ করব তারাও যেন সহায়তা করেন। আমরা চাই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হোক। বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাঁদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তবে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার জন্য দেশের মানুষ নৌকায় ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভোটারদের আরেকবার প্রমাণ করতে হবে তাঁরা উন্নয়ন অগ্রগতি চায়। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে একদিকে উন্নয়ন অগ্রযাত্রা আর অন্যদিকে বিএনপির হত্যা-সন্ত্রাস-আগুন দিয়ে পোড়ানো।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অন্যান্য ​নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রাজ্জাক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৭   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ