এবার এল স্মার্ট মোজা

Home Page » এক্সক্লুসিভ » এবার এল স্মার্ট মোজা
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫



এই মোজা বুঝতে পারবে আপনি ঘুমিয়েছেন কিনা!এই মোজা বুঝতে পারবে আপনি ঘুমিয়েছেন কিনা!

বঙ্গনিউজ ডটকমঃকুম্ভকর্ণের মতিগতি বোঝা কার দায়! সে যে কখন ঘুমিয়ে পড়ে, আর কখন জেগে ওঠে, তারও নেই কোনো ঠিক। এই শীতের রাতে অনেকেই যেন কুম্ভকর্ণেরই মতো। একটু ওম পেলে টিভি দেখতে দেখতেও কখন যে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে, তার ঠিক থাকে না কোনো। পছন্দের টিভি অনুষ্ঠানের পর্বগুলো কি আর থেমে থাকে! তবে ভিডিও চালানোর সেবা নেটফ্লিক্স একটা সমাধানে আসতে পেরেছে।

মোজার মধ্যে থাকবে নানা রকম সেন্সর ও যন্ত্রাংশ

‘নেটফ্লিক্স সকস’ নামের পায়ে পরার স্মার্ট মোজা বুঝতে পারবে আপনি জেগে আছেন কি না। এ জন্য আপনার শরীর পরীক্ষা করে দেখবে এই মোজা। ঘুমিয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। পরে সময়-সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ঠিক যেখান থেকে শেষ করেছিলেন।

যদিও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবে নিজে নিজে করার মতো একটি সংস্করণ প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ঘুমিয়ে পড়লে সাধারণত মানুষ নড়াচড়া করে না। এটাই এই মোজার রহস্য। এটা বোঝার জন্য মোজার কাপড়ের মধ্যেই সেলাই করে দেওয়া থাকে নানা রকম সেন্সর আর ইলেকট্রনিকস যন্ত্রপাতি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নড়াচড়া বন্ধ থাকলে প্রথমে লাল এলিইডি বাতি জ্বালিয়ে সংকেত দেয়। তারপর বন্ধ করে দেয় টিভিতে চলতে থাকা অনুষ্ঠান। যন্ত্রটি একদম নিখুঁত না হলেও পরিধেয় প্রযুক্তির আরেকটি ব্যবহার তো জানা গেল। এরপর সুবিধাটি স্মার্টওয়াচেও দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:০২   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ