এবার বাড়ি হারাচ্ছেন ব্লাটার।

Home Page » খেলা » এবার বাড়ি হারাচ্ছেন ব্লাটার।
বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫



 129296_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

দুর্নীতির কারণে ফিফা থেকে ৮ বছর জন্য বহিস্কার হয়েছেন সেপ ব্লাটার। এবার ব্লাটারকে ফিফা জানিয়ে দিল, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট বাসস্থান ২৬ ফেব্রুয়ারির মধ্যে ছেড়ে দিতে হবে। যে সময় ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে সুইস আইন অনুযায়ী ব্লাটার বেতন পাবেন। যদিও তার বেতন কত সেটা ব্লাটার প্রকাশ্যে জানাতে অস্বীকার করেছেন। ফিফা প্রেসিডেন্টের পদে লড়তে নামতে পারবেন না প্লাতিনি। ব্লাটারের মতো তিনিও ৮ বছরের জন্য নিষিদ্ধ হন।তারপরেও ফিফা নির্বাচনে লড়ার তবে ব্যাপারে আশা ছাড়ছেন না তিনি।
তিনি বলেন, ‘আমি লড়ব। তার পর যা ঘটেছে তার দায়িত্ব নেব।’ তবে প্লাতিনি স্বীকার করেছেন তাকে ফিফার প্রেসিডেন্টের দৌড়ে থাকার আশা রাখতে হলে দ্রুত কিছু করতে হবে। পাশাপাশি যে ব্লাটার আর তার মধ্যে যে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা তাতেও ভুল কিছু দেখছেন না তিনি। ‘আমি তো গোটা ব্যাপারটা বুঝতেই পারছি না। কেন? কেন এই জায়গায় আসতে হল? আমি কিছু কাজ করেছিলাম। তার জন্য অর্থ চেয়েছিলাম। আমাকে যা মিটিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য করও দিয়েছি। এটা ২০১১-র ঘটনা।’ ‘একটা ঋণ ছিল। সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এখানেই তো ফুলস্টপ পড়া উচিত। আবার ২০১৫-তে সুইস কোর্ট এ ব্যাপারে আরও তথ্য চাইল। তার পর ফিফায় গড়াল। এতে অনেকে খুশি হয়েছেন জানি।’ ফিফা এথিক্স কমিটিকে বিঁধতেও ছাড়েননি তিনি। প্লাতিনির প্রশ্ন, ‘ফিফা এথিক্স কমিটি এতদিন কী করছিল। ২০১১ থেকে? ঘুমোচ্ছিল? হঠাৎ জেগে উঠল? আর তাও কোন সময়, নির্বাচনের বছরে। যখন আমি অন্যতম পদপ্রার্থী। চমৎকার!’

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৪   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ