নববর্ষে মুক্তি পাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’

Home Page » ফিচার » নববর্ষে মুক্তি পাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

প্রায় দুই মাস পর সোমবার দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ ছবিটি। আগামী বছরের পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ক্রিকেট ও ক্রিকেটার শব্দ দুটি জড়িয়ে থাকায় স্বভাবতই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিলো ক্রিকেটপাগল মানুষদের মধ্যে।

ছবিটির নির্মাণে অপরিপক্কতায় বেশ কিছু বিষয়ে আপত্তি করার কারণ খুঁজে পায় সেন্সর বোর্ড। পাশাপাশি ছবিতে ক্রিকেটকে অসামঞ্জস্যতায় উপস্থাপন ও ক্রিকেট নিয়ে কিছু বিতর্কিত বিষয় থাকায় ছবিটির মুক্তির ব্যাপারে আপতিআত জানায় ক্রিকেট বোর্ড। যার ফলে গেল অক্টোবরে মুক্তি দেয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞার মুখে পড়ে এটি। অবশেষে বেশ কিছু দৃশ্য কর্তন ও সম্পাদনার মধ্য দিয়ে সোমবার বিকেলে ছবিটি বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ছবির পরিচালক নিজেই।

পরিচালক সাফি বলেন, ‘ক্রিকেট নিয়ে এই ছবির গল্প। ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পর সেন্সর বোর্ড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সদস্যকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেট বোর্ডের সদস্যরা ছবিটি দেখে একটি দৃশ্য থেকে বোর্ডের লোগো অপসারণ এবং ক্রিকেট ব্যাট নিয়ে মারামারির দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের পরামর্শ দেন। সেই অনুযায়ী দৃশ্য সংশোধনের পর ছবিটি পুনরায় জমা দেওয়া হয়।’

সাফি আরো বলেন, ‘সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ছবিটি ছাড়পত্র পেল, এটাই খুশির খবর। কারণ, আমরা চাইনি এমন একটি বড় মাপের ছবি সেন্সর বোর্ডে মাসের পর মাস পড়ে থাকুক।’

সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়া আরো আছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে আসিফ, এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে। ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন রুম্মান রশীদ খান। সব গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস।

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৭   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ