জাজ-এর ঘরে ফিরছেন মাহি!

Home Page » আজকের সকল পত্রিকা » জাজ-এর ঘরে ফিরছেন মাহি!
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই ঢাকাই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মাঝে কিছুদিন ভুল বুঝাবুঝির পালা চললেও সব ভুল চুকিয়ে আবারও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ফিরছেন মাহি। খবরটি নিশ্চিত করেছেন মাহি নিজেই।

এ প্রসঙ্গে মাহি বলেছেন, ‘জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই আমার চলচ্চিত্রে যাত্রা। তাই এর প্রতি আমার আবেগ অনুভূতি অন্যরকমের। মাঝে কিছু কারণে মনোমালিন্য হয়েছিল। এখানে কাজের জন্য আমার কিছু শর্ত ছিল।’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন মাহি। মাহির শর্তের মধ্যে ছিল, জাজের ব্যানারে বছরে দুটি ছবিতে কাজ করবেন তিনি। ছবি দুটি দুই ঈদে মুক্তি দিতে হবে। বাকি সারা বছর জাজের বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তিনি কাজ করবেন। এছাড়া মাহির আরও যেসব শর্ত ছিল, সব শর্তই মেনে নিয়েছে জাজ কর্তৃপক্ষ। তাই এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের কোনো সমস্যা হবে না।

মাহির শর্ত মেনে নিয়ে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করে জাজ-এর কর্ণধার আবদুল আজিজ জানান, ‘ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে এটাই তো স্বাভাবিক। আমি তো মনে করি, মাহির মনোমালিন্য বিষয়টি ছিল ওপর-ওপর। আপনজনদের মধ্যে এ ধরনের মনোমালিন্য হতেই পারে। আর মাহি আমাদের সঙ্গে যেভাবে কাজ করতে চায়, সেভাবেই কাজ হবে।’

আবদুল আজিজ আরো জানান, মাহির জন্য চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু নতুন চিত্রনাট্য লিখছেন। এ জন্য তিনি এখন কলকাতায় আছেন। আগামী মার্চ থেকে মাহিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ভালোবাসার রং’, ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

তবে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাহির সর্বশেষ ছবিটি ছিল ‘অগ্নি ২’। এরপর থেকে প্রায় এক বছরের কাছাকাছি সময়ে জাজ-এর ব্যানারে নতুন কোনো ছবিতে কাজ করেননি মাহি।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০৭   ১৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ