মঙ্গলে সিলিকাসমৃদ্ধ পাথরের সন্ধান

Home Page » আজকের সকল পত্রিকা » মঙ্গলে সিলিকাসমৃদ্ধ পাথরের সন্ধান
শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫



মঙ্গলগ্রহের মাউন্ট শার্প এলাকায় ভূতাত্ত্বিক স্তর নিয়ে গবেষণা করছে কিউরিওসিটি নামের একটি রোবট।বঙ্গনিউজ ডটকমঃ  মঙ্গলগ্রহে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা—নাসার পাঠানো রোবটযান কিউরিওসিটি সিলিকাসমৃদ্ধ রহস্যময় পাথরের সন্ধান পেয়েছে। নাসার গবেষকেরা বলছেন, এগুলোতে পাথর গঠনের উপাদান সিলিকন ও অক্সিজেন রয়েছে। পৃথিবীতে যা সচরাচর এটা কোয়ার্টজে দেখা যায়।
মঙ্গলগ্রহে ৪০ মাস ধরে ভূতাত্ত্বিক বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করছে কিউরিওসিটি। এর মধ্যে গত সাত মাসে যে এলাকার মাটি পর্যবেক্ষণ করছে, সেখানেই কিছু জায়গায় বেশি ঘনত্বের সিলিকার সন্ধান পেয়েছে কিউরিওসিটি।
যুক্তরাষ্ট্রে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির কিউরিওসিটি গবেষণা দলের সদস্য অ্যালবার্ট ইয়েন দাবি করেছেন, সিলিকাসমৃদ্ধ পাথরগুলো ধাঁ ধাঁর মতো। এই অবস্থা দেখে মনে হয়েছে এগুলো হয়তো পানির কারণে হয়েছে। অ্যাসিডযুক্ত পানি সিলিকা রেখে অন্য উপাদান নিয়ে সরে গেছে। ইয়েন বলেন, আমরা নিশ্চিত তথ্যটি জানতে পারলে মঙ্গলের আদি পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে কিউরিওসিটি একটি পাথর খুঁড়ে বাকস্কিন নামে এক ধরনের সিলিকার সন্ধান পেয়েছিল। ট্রাইডিমাইট নামের এক ধরনের খনিজে এই সিলিকা থাকে যা পৃথিবীতে দুর্লভ। আগ্নেয় শিলায় অতি উচ্চ তাপমাত্রায় ট্রাইডিমাইটের উৎপত্তি হতে পারে। বাকস্কিনে ট্রাইডিমাইটের সন্ধান পাওয়ার বিষয়টিকে মঙ্গলগ্রহে ম্যাগমাটিক বিবর্তনের ইতিহাস বহন করছে বলে গবেষকেরা মনে করেন।  কিউরিওসিটি বর্তমানে মঙ্গলগ্রহের হ্রদ, নদী এলাকার প্রাচীন পরিবেশ কেমন ছিল তা বের করতে কাজ করছে। কিউরিওসিটির প্রকল্প পরিচালক অশ্বিন ভাসাভাদা বলেন, ‘মাউন্ট শার্পে আমরা এখন যা দেখছি তা গত দুই বছরের চেয়ে অনেক আলাদা। খুব স্বল্প দূরত্বের মধ্যেও বিশাল পার্থক্য দেখা যায়। মঙ্গলের রসায়ন যেভাবে পরিবর্তন হয়েছে,এখনকার খোঁজ পাওয়া সিলিকা তারই নিদর্শন।’

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৮   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ