তৈরি হলো ৭৪৬টি অ্যাপস

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » তৈরি হলো ৭৪৬টি অ্যাপস
বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫



স্টাডি জ্যামে অংশগ্রহণকারীদের কয়েকজনবঙ্গনিউজ ডটকমঃ গুগল অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম উদ্যোগের মাধ্যমে দেশে তৈরি হলো ৭৪৬টি অ্যাপ। এক হাজার নতুন অ্যান্ড্রয়েড প্রোগামার তৈরির উদ্যোগ নিয়ে শুরু হওয়া গুগল অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম পরিচালনায় ছিল গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা এবং উইমেন টেকমেকার্স। গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই কোর্সের আওতায় দেশের ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার মোট ৩৮টি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন। ‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের কোর্সটিতে সব মিলিয়ে ১ হাজার ১৭২ জন নির্বাচিত হয় যার তৈরি করে ৭৪৬টি অ্যাপ।

এ প্রকল্পের সমন্বয়ক আরিফ নিজামী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে এখন কম্পিউটার প্রোগ্রামিংয়ে অনেকেই ভালো করছে। সেই তুলনায় মোবাইল ফোন প্ল্যাটফর্মের জন্য নতুন ডেভেলপার তৈরি হচ্ছে না। কিন্তু প্রযুক্তি বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মোবাইল অ্যাপসসহ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আমাদের আরও সক্রিয় হতে হবে। আর এ জন্যই আমাদের এই আয়োজন।’ তিনি জানান, এই কার্যক্রমের ফলে দেশে এক হাজারেরও বেশি নতুন অনুমোদিত অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি সম্ভব হয়েছে। কোর্সটিতে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা হারে ৪৯ ভাগ ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৪৪ ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১৭ ভাগ বিভিন্ন কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থী। এর মধ্যে ছেলেদের সংখ্যা ছিল শতকরা ৭৯ ভাগ এবং মেয়েদের সংখ্যা ছিল শতকরা ২১ ভাগ। মোট ৩৮টি গ্রুপের মধ্যে পাঁচটি গ্রুপ শুধু মেয়েদের নিয়ে গঠন করা হয়। ওমেন টেকমেকারস লিড রাখশান্দা রুখাম ও ফারাহ নাজিফা বলেন ‘এ আয়োজনটিতে মেয়েদের দারুণ সাড়া পাওয়া গেছে।’ এ ধরনের আয়োজন আরও করা হবে বলেও জানান তাঁরা। মোট হিসেবে ২৩ ভাগ পাসের হার অর্জন করে প্রথম সারিতে রয়েছে কুমিল্লা এবং শুধু মেয়েদের মধ্য থেকে পাসের হার ২৬ ভাগ অর্জন করে প্রথম সারিতে রয়েছে রংপুর বিভাগ।

এ কোর্সের আওতায় নির্বাচিতরা শীর্ষ অনলাইন প্রশিক্ষণ-বিষয়ক প্রতিষ্ঠান উডাসিটির ২০০ ডলার সমমূল্যের একটি কোর্স করতে পেরেছেন বিনা মূল্যে। স্টাডি জ্যাম কার্যকর করতে পুরো কোর্সটিতে একজন মডারেটরের তত্ত্বাবধানে প্রতিটি স্টাডি গ্রুপে ৩০ জন ডেভেলপার অংশ নিয়েছেন। প্রোগ্রামের বিস্তারিত জানা যাবে www.codeforbd.com ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১২:১৮:১৪   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ