এক মোশাররফের তিন রূপ

Home Page » বিনোদন » এক মোশাররফের তিন রূপ
বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫



তিশার সঙ্গে আঁধারের ঋণ নাটকে রাজাকারের চরিত্রে মোশাররফ করিমতিশার সঙ্গে আঁধারের ঋণ নাটকে রাজাকারের চরিত্রে মোশাররফ করিম

বঙ্গনিউজ ডটকমঃ একজন মানুষ একাধারে মুক্তিযোদ্ধা, যুদ্ধশিশু আবার রাজাকার—কেমন করে হতে পারেন? প্রশ্নটা যদি অভিনেতা মোশাররফ করিমকে করা হয়, তা হলে জবাব কিন্তু দিয়ে দিচ্ছে ওপরের ছবিগুলোই। কয়েক মাসের ব্যবধানে এই অভিনেতাকে দেখা গেছে তিনটি রূপেই। তিনটি নাটকের জন্য তিনি ধারণ করেছেন তিন ধরনের চরিত্র।

‘যুদ্ধশিশু’র চরিত্রে

আবু হায়াত মাহমুদের প্রত্যাবর্তন নাটকে যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মায়ের গ্রাম খুঁজতে যিনি হাজির হয়েছেন এ দেশে। নাটকটি এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত হলেও শেষ মুহূর্তে জানা যায়, এবার তা প্রচারিত হচ্ছে না। পরিচালক জানিয়েছেন, খুব শিগগির নাটকটি প্রচারিত হবে।

তবে একই পরিচালকের আঁধারের ঋণ নাটকটি আজই প্রচারিত হবে আরটিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এই নাটকে মোশাররফ করিমের চরিত্রটি একজন রাজাকারের, যার নির্দেশে এলাকার বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হয়। এতে আরও অভিনয় করেছেন তিশা, শতাব্দী ওয়াদুদ ও সুজাত শিমুল।

‘মুক্তিযোদ্ধা’ মোশাররফ

এখানেই শেষ নয়, মোশাররফ করিম এবারের বিজয় দিবস উপলক্ষে তৈরি একটি টেলিছবিতে মুক্তিযোদ্ধার চরিত্রেও অভিনয় করেছেন। টেলিছবিটির নাম রবির আবির। এটি রচনা করেছেন এলিনা শাম্মী ও পরিচালনা করেছেন অরণ্য পলাশ। টেলিছবিটির শুটিং হয়েছে এ মাসের শুরুতেই। তবে শুটিং হলেও এবারের বিজয় দিবসে এটি প্রচারিত হচ্ছে না। পরিচালক জানিয়েছেন, দিন পরিবর্তন করে টেলিছবিটি আসছে ২৬ মার্চ প্রচারের পরিকল্পনা করছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩৪   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ