বিজয় দিবসের তিন নাটকে নিশো

Home Page » বিনোদন » বিজয় দিবসের তিন নাটকে নিশো
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫



‘শেষ চিঠি’ নাটকের একটি দৃশ্য‘শেষ চিঠি’ নাটকের একটি দৃশ্য

বঙ্গনিউজ ডটকমঃ বিজয় দিবসের নাটক নিয়ে বেশ ব্যস্ত ছিলেন অভিনয়শিল্পী আফরান নিশো নিশো। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত তিনটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। এর মধ্যে ‘শেষ চিঠি’ নামের নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান, ‘যোগ বিয়োগ’ নাটকটির নির্মাতা তুহিন হোসেন এবং ‘আরেকটি গোলাম’ নাটকটির নির্মাতা সোহরাব দোদুল। গত ৩ ডিসেম্বর গোলাম সোহরাব দোদুলের নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের অপেক্ষায় আছে বাকি দুটি নাটক।

বিজয় দিবসের নাটকে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘আমি বরাবরই একটু চরিত্রনির্ভর কাজ করতে পছন্দ করি। আর বিজয় দিবসের নাটকে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। আমি সানন্দে রাজি হয়েছি।’

‘শেষ চিঠি’ নাটকের গল্প প্রসঙ্গে নিশো জানিয়েছেন, ১৯৭১ সালে মায়ের লিখে যাওয়া শেষ চিঠি হাতে পেয়ে ছেলের যে প্রতিক্রিয়া— সেটাই দেখানো হয়েছে এই নাটকে। এখানে নাটকের শেষ দিকে মায়ের চিঠি পড়ে ছেলে একজন স্থানীয় যুদ্ধাপরাধীকে মারতে যায়। এই নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীম জামান, শখ, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু, রোকেয়া প্রাচী প্রমুখ।

‘শেষ চিঠি’ প্রচারিত হবে আগামী ১৬ ডিসেম্বর মাছরাঙা টিভিতে।

এদিকে তুহিন হোসেনের ‘যোগ বিয়োগ’ নাটকটির গল্পও বেশ ভালো বলে জানান নিশো। এ প্রসঙ্গে নিশো বলেন, ‘দুই ভাইয়ের সঙ্গে বাবার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং সেটা যে একসময় মুক্তিযুদ্ধের অংশ হয়ে দাঁড়ায় তাই দেখানো হয়েছে।’

সব মিলিয়ে বিজয় দিবসের কাজ নিয়ে নিশো বেশ আনন্দিত। এখন এই অভিনেতা ব্যস্ত আছেন নতুন ধারাবাহিক ‘রোড নম্বর ৭ ও হাউজ নম্বর ১৩’ কাজ নিয়ে

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৬   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ