বম্বে হাইকোর্টে খালাস পেলেন সালমান

Home Page » আজকের সকল পত্রিকা » বম্বে হাইকোর্টে খালাস পেলেন সালমান
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫



সালমান খানসালমান খান

বঙ্গনিউজ ডটকমঃ গাড়ি চাপা দেওয়ার মামলায় খালাস পেলেন বলিউড অভিনেতা সালমান খান। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলে আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্ট।

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের উচ্চ আদালতের বিচারক বলেছেন, সালমানই যে গাড়ি চালাচ্ছিলেন বা তিনি যে নেশাগ্রস্ত ছিলেন, তার কোনো প্রমাণ মেলেনি। আদালত জানিয়েছেন, বিভিন্ন সাক্ষীর পাশাপাশি, পুলিশ যে তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছে, তা থেকে স্পষ্ট হয়নি যে, সালমান খানই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই বলিউড তারকার দেহরক্ষী হিসেবে যে পুলিশ কর্মী ছিলেন, সেই রবীন্দ্র পাতিলের বক্তব্যকেও ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন দেশটির হাইকোর্ট।

এর আগে এই মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মুম্বাইয়ের দায়রা আদালত। সে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সালমান হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দায়রা আদালতের রায়ের দিনই সাজা স্থগিত রেখে সালমানের জামিন মঞ্জুর করেছিলেন। এদিন রায় লেখার সময় বিচারপতি এ আর যোশীর মন্তব্য নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে সালমানের কাছে বড় সুখবর বটে।

উল্লেখ্য, দেহরক্ষী রবীন্দ্র পাতিল দুর্ঘটনার রাতে একটি এফআইআর দায়ের করেছিলেন। ওই এফআইআরে সালমান নেশাগ্রস্ত ছিলেন কিনা, তা উল্লেখ করেননি তিনি। ১ অক্টোবর সালমানের রক্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া বয়ানে পাতিল জানান, সালমান মদ্যপান করেছিলেন এবং তিনি (পাতিল) এই অভিনেতাকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে নিষেধ করেছিলেন। কিন্তু এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, পাতিলের সাক্ষ্য সন্দেহজনক। কারণ, এফআইআর দায়েরের পরে বয়ান রেকর্ডের সময় সালমানের মদ্যপানের কথা বলেছিলেন পাতিল। তাই সাক্ষী হিসেবে পাতিল পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় বলেই বিচারপতি মন্তব্য করেছেন।

 

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বেন বার থেকে মুম্বাইতে নিজের ফ্ল্যাটের কাছে আমেরিকান এক্সপ্রেস বেকারির সামনের ফুটপাথে উঠে গিয়েছিল সালমান খানের গাড়ি। সেই গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়, জখম হয়েছিলেন আরও ৪ জন। এ মামলায় বেন বারের ম্যানেজার বয়ান দিয়েছেন যে, সালমান, কামাল খান ও সোহেল খান যে টেবিলে বসেছিলেন, সেই টেবিলে মদ পরিবেশন করা হয়েছিল। সালমানের হাতে ছিল সাদা রঙের পানীয়ের গ্লাস। পুলিশ প্রমাণ হিসেবে ওই টেবিলের বিলও জমা দিয়েছে। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, শুধু বিল আর এই বয়ানে প্রমাণিত হয় না যে, সালমান খান মাতাল ছিলেন। এই প্রমাণ যথেষ্ট নয়।

এদিকে, হোটেলের পার্কিং ম্যানেজার কল্পেশ বর্মা জানিয়েছেন, হোটেল থেকে বেরিয়ে সালমান গাড়ির চালকের আসনে বসেছিলেন। সালমান বকশিস যে দেন, তা বাক্সে রাখার জন্য পেছন দিয়ে ঘোরেন কল্পেশ। কল্পেশের দাবি, সামনে ঘুরে দেখেন, সালমানের গাড়ি বেরিয়ে গিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, এই বয়ান থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে, গাড়ি সালমানই চালাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৭   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ