নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি

Home Page » আজকের সকল পত্রিকা » নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫



মতিউর রহমান নিজামীবঙ্গনিউজ ডটকমঃ একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের রায় আগামী ৬ জানুয়ারি ঘোষণা করবেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার নিজামীর আপিলের রায় ঘোষণার এই দিন ধার্য করেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল নিজামীর আপিলের ওপর যুক্তি খণ্ডন শেষ করে দুই পক্ষ। প্রথমে রাষ্ট্রপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন করেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির। পরে আসামিপক্ষের যুক্তি খণ্ডনের জবাব দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, তাঁরা আশা করছেন, ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ধারাবাহিকতায় বুদ্ধিজীবী হত্যার অভিযোগে নিজামীরও মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে। আর নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যে সাক্ষ্যপ্রমাণ আছে, তাতে নিজামী নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন।
দুই পক্ষের যুক্তি: গতকাল মামলার কার্যক্রম শেষে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, একাত্তরের দৈনিক সংগ্রাম পত্রিকায় নিজামীর কিছু বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ বলতে চেয়েছে, নিজামী উসকানি দিয়েছেন। সে জন্য তিনি দোষী। কিন্তু আসামিপক্ষের যুক্তি ছিল, সংগ্রাম পত্রিকায় যত বক্তব্য ওই সময়ে নিজামী দিয়েছেন, সবগুলোই চারটি পৃথক অভিযোগে ট্রাইব্যুনাল বিবেচনা করেছেন এবং রায়ে খালাস দিয়েছেন। ওই অভিযোগগুলোর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলও করেনি। তাই এগুলো বিবেচনায় আসবে না।
অপরাধ সংঘটনে পাকিস্তানি সেনাদের নিজামীর সহযোগিতার অভিযোগ প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, কোন অপরাধ সংঘটনে সহযোগিতা বা উসকানি দেওয়া হচ্ছে, তা সুনির্দিষ্ট হতে হবে। যেসব ঘটনা রাষ্ট্রপক্ষ উল্লেখ করেছে সেগুলো পাকিস্তানি সেনারা করেছে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য হলো, নিজামী সঙ্গে ছিলেন। এখানে প্রধান আসামি হচ্ছে পাকিস্তানি সেনা। যেখানে প্রধান আসামির বিচার হচ্ছে না, সেখানে সহযোগী হিসেবে বিচার কতটা সমীচীন? পাকিস্তানি সেনাদের ওপর নিজামীর নিয়ন্ত্রণই বা কতটা?
খন্দকার মাহবুব আরও বলেন, ‘ডা. আলীমকে আলবদরদের অপহরণের ঘটনা নিয়ে তাঁর স্ত্রী একটি বই লিখেছিলেন। সেখানে তিনি নিজামী সম্পর্কে কোনো কথা বলেননি। এসব কথাই আমরা আদালতকে বলেছি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, একাত্তরের নভেম্বরের মাঝামাঝি সময়ে নিজামী আলবদরদের উদ্বুদ্ধ করার জন্য সংগ্রাম পত্রিকায় একটি লেখা লেখেন। এতে স্পষ্ট হয়, ওই লেখার পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে আলবদরদের হাতে দেশের শ্রেষ্ঠ সন্তানেরা প্রাণ হারিয়েছেন। নভেম্বরে তাঁর ওই লেখা থেকে স্পষ্ট যে আলবদরদের ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, আলবদর বাহিনী যখন গঠিত হয়, তখন নিজামী ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। আর ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হয়।
চার অভিযোগে ফাঁসি: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। গত বছরের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধকালে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীকে ফাঁসির আদেশ দিয়ে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে রাষ্ট্রপক্ষের আনা ১৬ অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটিতে ফাঁসি ও চারটিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, নিজামী ছিলেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি। ছাত্রসংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়, আর গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। ১১ কার্যদিবস শুনানি শেষে গতকাল মামলার কার্যক্রম শেষ হলো।

বাংলাদেশ সময়: ১০:৪০:২১   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ