শীর্ষস্থানে রংপুর রাইডার্স।

Home Page » ক্রিকেট » শীর্ষস্থানে রংপুর রাইডার্স।
বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫



হাসি দেখে বোঝার উপায় নেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও সহ–অধিনায়ক এখানে প্রতিপক্ষ। কাল মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচের টসের আগে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা l শামসুল হকবঙ্গনিউজ ডটকমঃ শেষ চার নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। লড়াইটা ছিল পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে। সেটিতে জিতল রংপুর রাইডার্স। কাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২১ রানে হারিয়ে জয়ে রংপুরের পয়েন্ট ১০ ম্যাচে ১৪।
কুমিল্লার একটি ম্যাচ অবশ্য এখনো বাকি। আগামীকাল সিলেট সুপারস্টারসের বিপক্ষে জিতলে আবার বদলে যেতে পারে পয়েন্ট টেবিলের চিত্র।
১৫৩ রান তাড়া করতে নেমে কুমিল্লাকে দারুণ শুরু এনে দিয়েছিল ইমরুল-মাহমুদুলের উদ্বোধনী জুটি। ইমরুলই ছিলেন বেশি আগ্রাসী। ২৪ বলে ৩৮ রান করে ইমরুল আউট হওয়ার পরই পথ হারানোর শুরু। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৪৮ থেকে ৯ ওভারে কুমিল্লা ৪ উইকেটে ৬৩। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই অলআউট ১৩২ রানে।
দুই দিন আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে জহুরুল ইসলাম হয়েছিলেন ম্যাচসেরা। তাঁর ঝলক দেখা গেল কালও। রংপুরের ইনিংসটা ছিল আদতে ‘জহুরুলময়’! ৫০ বলে করেছেন ৬২, যাতে ৭টি চার ও ২টি ছয়।
রংপুর ফ্র্যাঞ্চাইজির কাছে জহুরুলের কৃতজ্ঞতার শেষ নেই। চোটের কারণে এবার বিপিএল খেলার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুঃসময়ে হাতটা বাড়িয়ে দিয়েছিল রংপুরই। সে আস্থার প্রতিদান ভালোভাবেই দিচ্ছেন।
কাল জহুরুলকে কখনো সঙ্গ দিয়েছেন লেন্ডল সিমন্স, সাকিব, কখনো বা স্যামি। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম উইকেটে যথাক্রমে ৩৩, ৩৯ ও ৩৯ রানের ৩টি জুটি নির্ধারিত ২০ ওভারে রংপুরকে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। এ টুর্নামেন্টে নিয়মিত আলো ছড়ানো আবু হায়দার কালও দারুণ বোলিং করেছেন। ২৪ রানে কুমিল্লার পেসার নিয়েছেন ২ উইকেট। তবে পঞ্চম বোলারের অভাব পূরণ করতে বাধ্য হয়ে ১ ওভার বল করতে হয়েছে চোটাক্রান্ত কুমিল্লার অধিনায়ক মাশরাফিকে, দিয়েছেন ১২ রান।
বিপিএলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল রংপুরের। তাদের লিগ পর্বও শেষ হলো জয় দিয়েই।

বাংলাদেশ সময়: ১০:৩৫:০৬   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ