অবশেষে অপরাধীকে ধরিয়ে দিল স্মার্ট গাড়ি

Home Page » আজকের সকল পত্রিকা » অবশেষে অপরাধীকে ধরিয়ে দিল স্মার্ট গাড়ি
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫



bongo1111.jpgবিশেষ প্রতিবেদকঃপ্রযুক্তি ব্যবহারের সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। আর অসুবিধার ব্যাপারটিই বর্তমানে বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৫৭ বছরের এক নারী।ক্যাথি বার্নস্টেন নামের এই নারীকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার ব্যবহৃত স্মার্টপ্রযুক্তির গাড়িটিই।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়েছে, সম্প্রতি ফ্লোরিডায় ক্যাথি বার্নস্টেন তার ব্যবহৃত ফোর্ড গাড়ি দিয়ে একটি ট্রাককে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

কিন্তু গাড়িটি অটোমেটিক সেফটি প্রযুক্তি নির্ভর হওয়ায়, অ্যাকসিডেন্টের ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িটি স্বয়ংক্রিয় সিস্টেমে পুলিশ স্টেশনের ইমার্জেন্সি ৯১১ নম্বরে ফোন করে এবং অ্যাকসিডেন্টের সময়, স্থল এবং মালিকের পরিচয় স্বয়ংক্রিয় বার্তায় থানায় পাঠিয়ে দেয়।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় গাড়ি ক্ষতিগ্রস্থ এবং তার আহত হওয়ার ঘটনার পেছনে অ্যাকসিডেন্টের ঘটনার বিষয়টি অস্বীকার করে বসে ক্যাথি বার্নস্টেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, ‘কিন্তু আপনার গাড়ি তো জানালো যে অ্যাকসিডেন্টের ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়া তো গাড়িটি এমন বার্তা জানাবে না। তার মানে নিশ্চয়ই আপনি অ্যাকসিডেন্ট করে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন?’

এ ঘটনায় ক্যাথি বার্নস্টেনকে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হিট অ্যান্ড রান মামলাটি বর্তমানে আদালতে শুনানির অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড, বিএমডব্লিউ এবং ভলবো বেশ কয়েক বছর ধরেই তাদের গাড়িতে যুক্ত করেছে অটোমেটিক সেফটি প্রযুক্তি। ২০১৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে প্রতিটি নতুন গাড়িতেই এই প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪০   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ