জন্মদিনেও ছুটি নেই।

Home Page » বিনোদন » জন্মদিনেও ছুটি নেই।
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫



 http://bangla.samakal.net/assets/images/news_images/2015/12/08/untitled-6_178473.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
জনপ্রিয় মডেল অভিনেতা। আজ তার জন্মদিন। এ উপলক্ষে তিনি উপস্থিত হচ্ছেন আরটিভির সরাসরি আয়োজন ‘তারকালাপ’-এ। কথা বললেন তিনি_

প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা। কেমন আছেন?
ভালো আছি। শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
আজকের দিনের পরিকল্পনা কী?
আমার নিজের কোনো পরিকল্পনা নেই। কারণ জন্মদিন হলেও ছুটি নেই। ধারাবাহিক নাটকগুলোর শুটিং চলছে। তবে আমার স্ত্রী ও পুত্র নির্বাণকে নিয়ে একসঙ্গে খেতে বের হবো রাতে। দিনের শুরু হবে আরটিভির সরাসরি আয়োজন ‘তারকালাপ’-এর মাধ্যমে। বন্ধুবান্ধব আর পরিবারের অন্যদের সঙ্গেও দেখা করতে হবে। এটা তাদের আবদার।
‘তারকালাপ’-এ কী নিয়ে গল্প করছেন?
উপহার নিয়ে। কারণ জন্মদিনের উপহারগুলো আমার প্রিয় জিনিসগুলোর মধ্যে অন্যতম। এ তালিকায় টমাস হ্যারির রহস্য উপন্যাস যেমন আছে, তেমনি মজার অনেক উপহারও আছে। এ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন, অভিনয় ও পরিবারের কিছু গল্প শোনাব দর্শকদের। আর আরটিভির কিছু প্রশ্ন থাকবে, সেগুলো নিয়েও কথা বলব।
আজ আপনার অভিনীত ‘বাক্সবন্দি’ ও ‘খেয়া’ নাটক দুটি প্রচার হবে। দেখার সুযোগ পাবেন?
বাসায় থাকলে আমার অধিকাংশ সময় কাটে টিভি পর্দার সামনে। যখন কোনো চ্যানেলে আমার নাটক প্রচার শুরু হয়, তখন নিজের অজান্তেই সবাইকে ডেকে আনি। পরিবারের অন্য সদস্যদের বেলায়ও তাই। ‘বাক্সবন্দি’ ও ‘খেয়া’ নাটক দুটি প্রচারের পর অল্পসময়েই জনপ্রিয় হয়েছে। সময় পেলে নাটকগুলো অবশ্যই দেখব।
এ সময়ের ব্যস্ততা কী নিয়ে?
এ মুহূর্তে আমার অভিনীত ‘চন্দ্রাবতী’, ‘নীল রঙের গল্প’সহ বেশ কিছু ধারাবাহিক নিয়মিত প্রচার হচ্ছে। এর মধ্যে কৌশিক শংকর দাসের ‘নীল রঙের গল্প’ নাটকে আমি ‘দেবদাস, মজনু ও রোমিও’_ এ তিন প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। কষ্ট হলেও উপভোগ করছি চরিত্রগুলো।

বাংলাদেশ সময়: ১৩:০৬:২২   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ