ক্যান্সার সারাবে হলুদ!

Home Page » স্বাস্থ্য ও সেবা » ক্যান্সার সারাবে হলুদ!
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫



 

ক্যান্সারের চিকিৎসায় হলুদ থেকে এক যুগন্তাকারী আবিষ্কার করার দাবি করছে ভারতের মধ্যপ্রদেশের রাজীব গান্ধী প্রজ্যোগিকী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তাদের দাবি, সম্প্রতি তারা হলুদ থেকে এমন একটি আণবিক উপাদানের খোঁজ পেয়েছেন, যা ক্যান্সার নিরাময়ে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই দুই অণুর নাম দেয়া হয়েছে- ‘সিটিআর-১৭’ ও ‘সিটিআর-২০’।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পীযূষ ত্রিবেদী জানান, আবিষ্কারের প্যাটেন্টের জন্য ইতোমধ্যেই আমেরিকার কাছে নাম পাঠানো হয়েছে।

তিনি জানান, হলুদ প্রতি ঘরেই থাকে। হলুদের ভেষজ গুণ সম্পর্কে সবারই জানা। জীবাণুনাশক উপাদান থাকায় বহু রোগের উপশমে হলুদ ব্যবহৃত হয়ে থাকে। সাথে যোগ করেন, দীর্ঘ ১০ বছর ধরে গবেষণা চালানোর পর এই দুই অণুর খোঁজ পাওয়া গেছে, যেগুলো ক্যান্সার নিরাময়ে চমৎকার কাজ দিয়েছে। এখন সময় হয়েছে একে বাস্তব-জীবনে এর পরীক্ষা করার।

কীভাবে ক্যান্সারের মোকাবিলা করে ‘সিটিআর-১৭’ ও ‘সিটিআর-২০’?

ত্রিবেদীর সহ-গবেষক সি কার্তিকেয়ণ জানান, মানব দেহের কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টিবিউলিন নামের একটি বিশেষ প্রোটিন। টিবিউলিনের জন্য কোষ-বিভাজনের সময় ক্রোমোজোম পৃথকীকরণ হয়। পাশাপাশি, কোষের মধ্যে যোগাযোগ, কোষের উন্নয়ন ও তার আকৃতির রক্ষণাবেক্ষণ, কোষের পর্দায় অণুর বণ্টন সহ একাধিক দায়িত্ব পালন করে এই টিবিউলিন।

তার মতে, এই টিবিউলিনের ক্ষরণকে আটকে মানব শরীরে ক্যান্সার-আক্রান্ত কোষগুলোর বিভাজন ও বিস্তার রোধ করে এই আবিষ্কৃত অণু।

তিনি আরো জানান, কানাডার অ্যাডভান্সড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের চিকিৎসক-বিজ্ঞানী হিউন লি-র টিমের সাথে যৌথ উদ্যোগে এই গবেষণা সম্পন্ন হয়েছে।

সূত্র : ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৩:০০:৪১   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ