ওবামাকে ১০কোটি টাকার উপহার সৌদি বাদশাহর

Home Page » বিশ্ব » ওবামাকে ১০কোটি টাকার উপহার সৌদি বাদশাহর
শনিবার, ২৮ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবারকে সৌদি বাদশাহ ১০ কোটি টাকার উপরহার দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবার প্রায়ই বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে মূল্যবান ও বিরল উপহার সামগ্রী পেয়ে থাকেন। অনুরূপ হিসেবে এবার সৌদি বাদশাহ মার্কিন প্রেসিডেন্টকে মূল্যবান উপহার সামগ্রী দিয়ে খুশি করার চেষ্টা করেছেন। ২০১৪ সালে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবারকে যেসব উপহার সামগ্রী দিয়েছেন সেসবের বর্ণনা ও মূল্য সম্পর্কে ধারণা পাঠকের কিঞ্চিৎ কৌতূহল মিটাতে পারে বৈকি। শুধুমাত্র ২০১৪ সালেই সৌদি বাদশাহ প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবারকে ১.৩৫ মিলিয়ন ডলার বা ১০ কোটি টাকারও বেশি মূল্যের উপহার সামগ্রী পাঠিয়েছেন। ২০১৪ সালের জানুয়ারিতে বাদশাহ আবদুল্লাহ ওবামাকে স্বর্ণ ও রৌপ্য মোড়ানো লেদার ব্যান্ডের দুটি হাতঘড়ি উপহার দিয়েছেন যার বাজারমূল্য ১৮,৪০০ ডলার বা ১৪ লক্ষ টাকা। একই বছরের ১৫ এপ্রিল বাদশাহ ওবামাকে আরেকটি স্বর্ণের হাতঘড়ি পাঠিয়েছেন যার মূল্য ৬৭,০০০ মার্কিন ডলার। বাংলাদেশের টাকার অঙ্কে এর মূল্য দাঁড়ায় ৫১ লক্ষ টাকা। এর সাথেই অত্যন্ত মূল্যবান মার্বেল পাথরের উপরে স্বর্ণনির্মিত ও অতি মূল্যবান সবুজ পাথর খচিত ৪৮ইঞ্চি উচ্চতার বিখ্যাত মক্কা ঘড়ির একটি রেপ্লিকা পাঠিয়েছেন, যার মূল্য ৫৭,০০০ ডলার বা ৪৪ লক্ষ টাকা, যেই টাকায় একটি মধ্যবিত্ত আমেরিকান পরিবার সারা বছর চলতে পারে। এছাড়াও ওবামাকে একটি রিস্ট ব্যান্ড, অত্যন্ত মূল্যবান হোয়াইট গোল্ডের কোর্টপিন ও স্বর্ণ মোড়ানো কলম উপহার দেয়া হয়। এসবের বাজারমূল্য প্রায় ১৫,০০০ ডলার বা ১২ লক্ষ টাকা। এ পর্যন্ত পড়ে কি আপনার চোখ কপালে উঠে গেছে? তাহলে মিশেল ওবামাকে পাঠানো উপহারের বর্ণনা শুনে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ ২০১৪ সালের ১৪ জানুয়ারি বারাক ওবামাকে হাতঘড়ি পাঠিয়েছিলেন আর তার স্ত্রী মিশেলের জন্য পাঠিয়েছিলেন মূল্যবান হিরা ও পান্নার নেকলেস, দুর্লভ হোয়াইট গোল্ডের কানের দুল, হাতের রিং ও ব্রেসলেট। এসবের মূল্য? ৫৬০,০০০ ডলার যা বাংলাদেশি মূল্যে মাত্র ৪ কোটি ৩২ লাখ টাকা। একই বছরের গত ১৫এপ্রিল তিনি একই রকম আরেকটি গহনার সেট পেয়েছিলেন যেটি অত্যন্ত দুর্লভ প্রকৃতির রুবি দিয়ে তৈরি। যার মূল্য ৫৭০,০০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা। প্রেসিডেন্ট ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসাও সৌদি বাদশাহর উপহার তালিকা থেকে বাদ যাননি। ২০১৪ সালের ১৪ জানুয়ারি তারা হিরা ও পান্নার কানের দুল, নেকলেস, হাতের রিং, হাতঘড়ি, ব্রেসলেট ইত্যাদি উপহার স্বরূপ পেয়েছেন। এসবের মূল্য ৮০,০০০ মার্কিন ডলার বা ৬১ লক্ষ টাকা। বহুমূল্য এসব উপহারসামগ্রী কূটনীতিতে কম হলেও কিছু ভূমিকা পালন করে। শুধু বাদশা আবদুল্লাহই নন, বিভিন্ন সময় ক্ষমতাসীন বাদশাহরা তাদের সময়ের হোয়াইট হাউজের বাসিন্দাদের মূল্যবান ও বিরল উপহার সামগ্রী পাঠিয়ে মুগ্ধ করেছেন। রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের জন্য অবারিত করে দেয়ার পাশাপাশি নিজেরাও মার্কিন কর্তাব্যক্তিদের মনোরঞ্জনে নানাভাবে চেষ্টা করছেন তাদের পিতৃপ্রদত্ত রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য। এসবের কারণ একটাই। আর তা হচ্ছে- সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে থাকলে সাধ্য কার রাজতন্ত্র বিলুপ্ত করার?

বাংলাদেশ সময়: ১৮:০৬:৩৮   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ