খালেদার দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ ৩ ডিসেম্বর

Home Page » জাতীয় » খালেদার দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ ৩ ডিসেম্বর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫



Begum-Khaleda-Ziaবঙ্গ-নিউজ ডটকমঃবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলার পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণ আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মামলার প্রধান আসামি খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালত এই সিদ্ধান্ত দেন। তবে উচ্চ আদালতে লিভ টু আপিল থাকায় আসামি পক্ষের আবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্য গ্রহণ মুলতবি রেখেছেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া দেশে ফিরলেও পুরোপুরি  সুস্থ  নন তিনি। তাই তার আদালতে অনুপস্থিতির জন্য দুই মামলাতেই খালেদা জিয়ার পক্ষে আবেদন জানান তিনি।

এ সময় তিনি আরো জানান, আগামী ৩ ডিসেম্বর খালেদা আদালতে হাজির হবেন।

উল্লেখ্য, তেজগাঁও থানায় ২০১০ সালের ৮  আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

অন্যদিকে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসা করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। দুই মামলারই বাদী  দুর্নীতি দমন কমিশনের তকালীন সহকারী পরিচালক হারুন-অর রশিদ খান।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৭   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ