জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই

Home Page » অর্থ ও বানিজ্য » জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই
বুধবার, ২৫ নভেম্বর ২০১৫



 tofail

বঙ্গ-নিউজ ডটকমঃ

যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বা জিএসপি ফিরে না পাওয়ার আর কোনো কারণ নেই বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দি লাইক্লেসিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল এমনটা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহারের সম্ভাবনা খুবই বেশি। কারণ আমরা সব শর্ত পূরণ করেছি। এছড়াও গত সোমবার ওয়াশিংটন ডিসিতে টিকফা বৈঠকে আমাদের এই সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র আমাদের প্রশংসা করেছে।’

মন্ত্রী জানান, টিকফা বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তারা বলেছে, এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জিএসপি ফেতর পেতে আর কোনো বাধা নেই। আশা করছি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই এটা আমরা ফেরত পাবো।’

মন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি জিএসপির ওপর স্থাগিতাদেশ প্রত্যাহার না হলে টিকফা অর্থহীন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০০   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ