বাতিল হচ্ছে হাতে লেখা পাসপোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » বাতিল হচ্ছে হাতে লেখা পাসপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫



jjj.jpgবিশেষ প্রতিবেদকঃআর মাত্র ১ দিন পর (বুধবার) থেকে পৃথিবীর সব দেশে হাতে লেখা পাসপোর্ট বাতিল হচ্ছে। মঙ্গলবার এই পাসপোর্টের বৈধতার শেষ দিন। এরপর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া পৃথিবীর কোনো দেশে ভ্রমণ করা যাবে না।
আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী আজ ২৪ নভেম্বরের (মঙ্গলবার) পর বিশ্বের কোনো বিমানবন্দরে হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করা হবে না।
২০০৫ সালে আইকাওয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে পৃথিবীর দেশসমূহকে পাসপোর্ট বদলের জন্য ১০ বছরের সময় ধার্য করে দেয়া হয়। সেই সময়কাল শেষ হচ্ছে মঙ্গলবার।সম্প্রতি সংবাদপত্রে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজস্ব দূতাবাস থেকে দ্রুততম সময়ের মধ্যে এমআরপি গ্রহণের কথা বলা হয়েছে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এন এম জিয়াউল আলম বলেন, নভেম্বরের ২৪ তারিখে (মঙ্গলবার) বাংলাদেশে বসবাসরত প্রায় এক-দেড় লাখ নাগরিকের হাতে লেখা পাসপোর্ট বাতিল হচ্ছে। এছাড়া বাকিরা ইতোমধ্যেই এমআরপি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন।
অধিদফতরের হিসেব অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশের ১ কোটি ২২ লাখ নাগরিক এমআরপি নিয়েছেন।
এদিকে, পাসপোর্ট পরিবর্তনকে কেন্দ্র করে পুরো নভেম্বর মাসেই রাজধানীর আগারগাওয়ের পাসপোর্ট অধিদফতরে আবেদনকারীদের ভিড় দেখা গেছে। দিনব্যাপী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের আবেদন করার কথাও জানালেন অনেকে।
শেষ মুহূর্তে পাসপোর্ট পরিবর্তন ও গ্রহণের এই চাপে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট প্রদানে ব্যর্থ হচ্ছে অধিদফতর। ৭ কার্যদিবসের জরুরি পাসপোর্ট ১৫ দিনে এবং ১৫ কার্যদিবসের সাধারণ পাসপোর্ট ৩০ দিনের বেশি সময়ে পাওয়ার অভিযোগ করলেন অনেকে।
এ বিষয়ে এন এম জিয়াউল আলম বলেন, হাতে লেখা পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার কারণে এখন চাপ একটু বেশি। তবে আমরা নির্দিষ্ট তারিখে পাসপোর্ট প্রদানের চেষ্টা করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ৮:৩৭:৩৩   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ