নতুন ছবি চুক্তিবদ্ধ হচ্ছেন না রিয়াজ!

Home Page » আজকের সকল পত্রিকা » নতুন ছবি চুক্তিবদ্ধ হচ্ছেন না রিয়াজ!
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

কথা উঠেছিলো ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির পর চিত্রনায়ক রিয়াজ নতুন আরেকটি চলচ্চিত্রের শুটিংয়ে জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

নির্মাতা দীপংকর দীপনের এ ছবিটির নাম ‘ঢাকা অ্যাটাক’। পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তাও হয়েছিল। তবে সবকিছু বিবেচনা করে সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াজ।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এখন আমি সুস্থ আছি। যে ধরনের কাজ করলে শরীরের ওপর ধকল পড়বে না; এমন কাজই করছি এখন। সবকিছু মিলিয়ে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রস্তাবটি আর গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’

এদিকে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির ঢাকার অংশের শুটিংও প্রায় শেষ। অবশ্য, নুহাশপল্লীতে যে দৃশ্যগুলো ধারণ করা হবে তা এখনো বাকি। রিয়াজ তাঁর চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত পেলেই ঢাকার বাইরে সফর করতে পারবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং চলাকালীন রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। হার্টে ব্লক শনাক্ত করার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রিং (স্টেন্ট) পরানো হয়।

প্রাথমিকভাবে চিকিৎসক তাঁকে ছয় মাস বিশ্রামে থাকতে বললেও ৮ নভেম্বর থেকে আবারও এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি।

বাংলাদেশ সময়: ০:২৩:৪৭   ৭৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ