২৩৬ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর,মঙ্গলবার তফসিল।

Home Page » আজকের সকল পত্রিকা » ২৩৬ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর,মঙ্গলবার তফসিল।
সোমবার, ২৩ নভেম্বর ২০১৫



 upzilla

বঙ্গ-নিউজ ডটকমঃ

সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ ব্যাপারে নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করবে। কমিশনারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম কাল তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিবি বলেন, ‘নির্বাচনের বিষয়ে এখন কিছু বলা যাবে না। মঙ্গলবার তফসিল ঘোষণা করা হবে। তখনই সব জানতে পারবেন।’

নির্বাচন একসঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘একসঙ্গে করার সিদ্ধান্ত হয়েছে।’

এবারই প্রথম দলীয়ভাবে মেয়র পদে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা আগের মতোই দলের সমর্থন নিয়ে নির্বাচন করেবেন।

গত রবিবার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। সেদিনই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যায়ই তা ভেটিং হয়ে কমিশনে এসে পৌঁছায়।

গত ১৯ নভেম্বর শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে ২১ নভেম্বর পৌরসভা (সংশোধন) আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।

বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪০   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ