জামায়াত নয়, বিএনপিও যুদ্ধপরাধী-হাসান মাহমুদ

Home Page » আজকের সকল পত্রিকা » জামায়াত নয়, বিএনপিও যুদ্ধপরাধী-হাসান মাহমুদ
সোমবার, ২৩ নভেম্বর ২০১৫



 Hasansm

বঙ্গ-নিউজ ডটকমঃ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু জামায়াত নয়, বিএনপিও যুদ্ধাপরাধীর দল। সেটা তারা প্রমাণ করেছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘কারো ব্যক্তিগত দায় বিএনপি দলের উপরে নিবে না- প্রকৃতপক্ষে এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ দায় এড়াতে চাইছে। যুদ্ধাপরাদের রায় বিএনপি নেতৃবৃন্দের উপরেও বর্তায়। কারণ সাকা চৌধুরীকে যখন যুদ্ধাপরাধী হিসেবে আদালত রায় দিল তখন বিএনপি তাকে দল থেকেও বাদ দেয়নি। উপরন্তু বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক হয়রানিমূলক বলে মন্তব্য করেছিল।’

তিনি বলেন, ‘ফাঁসির আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদে আসীন ছিলেন। মূলত বিএনপি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দলগত অবস্থান গ্রহণ না করে তারা প্রমাণ করেছে যে বিএনপিও যুদ্ধাপরাধীদের দল। এ দায় তারা এড়াতে পারে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রায় কার্যকরের পরে হরতাল ডেকে জামায়াত বাংলাদেশের আইন ও আদালতকে অবমাননা করেছে। যারা আদালতের রায় মেনে না নিয়ে হরতাল ডাকে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আশা করি আদালত জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল হিসেবে রাজনীতিতে নিষিদ্ধ করার পাশাপাশি দেশের আইন-আদালত অমান্যকারী দল হিসেবেও নিষিদ্ধ করবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরিশালের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুছ, শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, কাউন্সিলার হাসিবুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০০   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ