দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌমহড়ায় জাপানের সমর্থন।

Home Page » আজকের সকল পত্রিকা » দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌমহড়ায় জাপানের সমর্থন।
সোমবার, ২৩ নভেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের সীমানায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ পাঠানোর সমর্থন দিয়েছে জাপান।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতাই রবিবার এ সমর্থন দিয়ে এএফপিকে বলেন, এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করছি। তবে আমাদের নিজস্ব নৌজাহাজ দক্ষিণ চীন সাগরে টহল দেবে না।

তিনি আরও বলেন, বিতর্কিত এ অঞ্চলে বিবাদ নিরসনে আমরা চেষ্টা করছি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নৌ-মহড়ায় অংশ নেব না। আন্তর্জাতিক আইনের আওতায় ফ্রিডম অব নেভিগেশন-এর কারণে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে জাপান- এমনটাই জানান তিনি।

এর আগে ২৮ অক্টোবর দক্ষিণ চীন সাগরের ১২ নটিক্যাল মাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ জাহাজ টহল দিলে চীন ক্ষেপে যায়। ফলে বিভিন্ন হুমকি দিয়ে আসছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী তারা নিয়মিত নজরদারির অংশ হিসেবে নৌ-মহড়া দিচ্ছে। এতে করে ইঁদুর-বিড়াল খেলা শুরু করেছে শক্তিশালী দুই দেশ। তবে সমুদ্র দ্বন্দ্বের এ সমাধান করতে তৎপর হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনে যুদ্ধ জাহাজ পাঠানোর ব্যাপারে বিবেচনা কারার ইঙ্গিত দিয়েছেন ওবামা।

জাপান-অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তি : আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সাবমেরিন চুক্তি করতে যাচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এএফপি এমন খবর দিয়েছে। জাপানের বৈদ্যুতিক চালিত কলিন্স সাবমেরিন কিনতে ৫০ বিলিয়ন ডলার অর্থের সমপরিমাণ টেন্ডার প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ।

এ ছাড়া জার্মান ও ফ্রান্সের সঙ্গে একই চুক্তি স্বাক্ষর করেছে জাপান। যার ফাইনাল নথি চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে পাস হবে। সমুদ্রসীমায় নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান একই অবস্থানে থাকায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতাই বলেন, জাপান-অস্ট্রেলিয়ার সহায়তায় এ চুক্তি হবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যে ত্রিমাত্রিক চুক্তি।

সরাসরি আলোচনার আহ্বান চীনের: দক্ষিণ চীন সাগর নিয়ে সরাসরি আলোচনায় বসার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের বৈঠকে এ আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি আলোচনা করা উচিত। এ সংকট দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রতি সমস্যা হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

কেকিয়াং আরও বলেন, স্বাধীনভাবে জাহাজ চলাচলের ক্ষেত্রেও তা সমস্যা সৃষ্টি করছে। দ. চীন সাগরের সংকটে এশিয়ার বাইরের কোনো কোনো দেশের নাক গলানোরও সমালোচনা করেন চীনা প্রধানমন্ত্রী। অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক দেশগুলো তাদের মতপার্থক্য কমিয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন চীনা প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ৯:১৬:৫৩   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ