আজ বিকেলে দেশে ফিরছেন খালেদা জিয়া।

Home Page » আজকের সকল পত্রিকা » আজ বিকেলে দেশে ফিরছেন খালেদা জিয়া।
শনিবার, ২১ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

অবশেষে শনিবার বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে দেশের বাহিরে ছিলেন এই নেত্রী।

লন্ডন স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশে সময় : ৪টা ১৫ মি.) বাংলাদেশের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে আসেন তিনি। এ সময় তাঁর ছেলে, দুই ছেলের বউসহ পরিবারের অন্য সদস্য ও লল্ডন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিকেলে বিএনপি চেয়ারপারসন দেশে এসে পৌঁছবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুলইসলাম খান, আ স ম হান্নান শাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি। এই প্রথম পবিত্র ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে তাঁর বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১২:০১:২২   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ