নাচ-গান ও বিশৃঙ্খলায় বিপিএলের উদ্বোধন

Home Page » ক্রিকেট » নাচ-গান ও বিশৃঙ্খলায় বিপিএলের উদ্বোধন
শনিবার, ২১ নভেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃবিপিএলের উদ্বোধনী আয়োজন আগেরবারের মতোই ছিল প্রশ্নবিদ্ধ। মাঠে ঢুকতে ব্যাপক হয়রানির শিকার হতে হয় দর্শকদের। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে! অবশ্য এটিকে উদ্বোধনী অনুষ্ঠান না বলে ‘উদ্বোধনী কনসার্ট’ বলাই ভালো। অনুষ্ঠান বলতে তো হয়েছে কেবল নাচ-গানই! আর ফাঁকে ফাঁকে খানিকটা আতশবাজি।

শুক্রবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান।

উদ্বোধন ঘোষণার পর আসরের ছয় দলের অধিনায়ককে মঞ্চে ডাকা হয়। তবে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় আসেন সৌম্য সরকার।

 

বিকেল সাড়ে ৫টায় নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নাচ দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। এরপর মঞ্চে ওঠেন আইয়ুব বাচ্চু, তার ব্যান্ড এলআরবি নিয়ে। জনপ্রিয় কিছু গান শোনান তিনি। এলআরবির পরিবেশনা শেষে খানিকটা ভিন্ন স্বাদ দেওয়া হয় বড় পর্দায় বিপিএলের গত দুই আসরের কিছু ভিডিও ক্লিপিংস দেখিয়ে।

এরপর মঞ্চে ওঠে সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকূট। তারাও নিজেদের জনপ্রিয় কয়েকটি গান শোনান। দর্শকের তুমুল উল্লাসের মাঝে পরে মঞ্চে ওঠেন মমতাজ। এরপরই আসে উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা।

উদ্বোধন ঘোষণার পর মঞ্চে ওঠেন ভারতের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি তুমল জনপ্রিয় কে কে নামে। তার পরিবেশনার পরই মঞ্চে ওঠেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃত্বিক রোশান। তারা নাচ গানে মাতিয়ে রাখার পর আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

মাঠে ঢুকতে ভোগান্তি পোহাতে হয় অনেক দর্শককে। টিকেটে লেখা থাকা গেট নম্বর অনুযায়ী মাঠে ঢুকতে পেরেছেন কম দর্শকই। নিরাপত্তাকর্মীদের সমন্বয়হীনতায় এক গেট থেকে আরেক গেটে ছুটোছুটি করতে হয়েছে দর্শকদের।

 

সন্ধ্যা ৭টায় স্টেডিয়ামের বাইরে গিয়ে দেখা যায়, শত শত দর্শক টিকেট নিয়েও মাঠে ঢুকতে পারছিলেন না, কারণ সব গেট ছিল বন্ধ। মূল গেট, অর্থাৎ ২ নম্বর গেট ছাড়া ১ নম্বর বা ৩ নম্বর গেটে দায়িত্বপ্রাপ্ত কাউতে খুঁজেও পাওয়া যায়নি গেট খুলে দেওয়ার জন্য। ৪ নম্বর গেট দিয়ে অবশ্য কিছু দর্শক ঢুকেছে মাঠসাড়ে ৭টায় টিকেটধারী কিছু দর্শক হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে চাইলে গেটের নিরাপত্তাকর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন। গেটে থাকা পুলিশ সদস্য ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। ১০ হাজার টাকার গোল্ড টিকেট হাতে নিয়ে ভেতরে প্রবেশের জন্য চেঁচিয়ে যাচ্ছিলেন অনেকে। কিন্তু শোনার ছিল না কেউ! 

বাংলাদেশ সময়: ১১:০২:৫৬   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ