‘যুদ্ধশিশু’ মোশাররফ করিম!

Home Page » বিনোদন » ‘যুদ্ধশিশু’ মোশাররফ করিম!
শনিবার, ২১ নভেম্বর ২০১৫



প্রত্যাবর্তন নাটকের একটি দৃশ্য

প্রত্যাবর্তন নাটকের একটি দৃশ্যবঙ্গনিউজ ডটকমঃনভেম্বর পেরোলেই বিজয়ের মাস। বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য তৈরি হচ্ছে নাটক, টেলিছবি ও টিভি অনুষ্ঠান। বৈচিত্র্যময় গল্প আর উপস্থাপনা দর্শকদের সামনে তুলে ধরতে নির্মাতা আর অভিনয়শিল্পীদের চেষ্টার কমতি নেই। সেই চেষ্টার এক ঝলক দেখা গেল অভিনেতা মোশাররফ করিমের ভেতরেও। এবার পর্দায় তাঁকে দেখা যাবে এক যুদ্ধশিশুর চরিত্রে, যিনি মায়ের গ্রাম খুঁজতে বাংলাদেশে আসেন। সে সময়ই তিনি মুখোমুখি হন মুক্তিযুদ্ধের সময়কার এক কুখ্যাত রাজাকারের। তার পরের গল্পটা দেখতে হবে নাটকে। নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। প্রত্যাবর্তন নামের এই নাটক লিখেছেন মাসুম শাহরিয়ার।

গত সপ্তাহের শুরুতে নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জে। মোশাররফ করিমের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন সোহানা সাবা, খায়রুল আলম, শহীদুল্লাহ সবুজসহ অনেকে।

নাটকটি নির্মাণ প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘নির্মাতার কাজের সঙ্গে আমি বেশ আগে থেকেই পরিচিত। তাঁর আরও তিনটি নাটকে কাজ করেছি। তাঁর কাজের ধরনটা অন্য রকম। কাজ করে ভালো লাগে।’

উল্লেখ্য, অভিনেতা মোশাররফ করিম এর আগে একই পরিচালকের অভিনেতা, রেড অ্যালার্ট ও ব্যাকআপ আর্টিস্ট নামের তিনটি নাটকে অভিনয় করেছিলেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রত্যাবর্তন নাটকটি নিয়ে বললেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নাটকটির গল্প। নাটকে আমরা দেখব, মায়ের লেখা ডায়েরি হাতে নিয়ে এক যুদ্ধশিশু তার মায়ের গ্রাম দেখতে আসে। তারপর নানা ধরনের ঘটনার মুখোমুখি হয় সেই ছেলেটি।’

নাটকটি বিজয় দিবস সামনে রেখে তৈরি করা হয়েছে। আগামী ডিসেম্বরে একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি কালারফুল নামে একটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এ ছাড়া নিয়মিতভাবে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। নতুন ছবি প্রসঙ্গে বললেন, ‘চিত্রনাট্য পড়ে আমি সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। ঠিকঠাকভাবে নির্মাণ হলে অনেক ভালো মানের একটা ছবি দর্শক দেখতে পাবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১০:৫২:৫৫   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ