বন্যাকবলিতদের জন্য ওলার নৌপরিবহন–সেবা

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বন্যাকবলিতদের জন্য ওলার নৌপরিবহন–সেবা
শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫



ওলার নৌকায় পার হচ্ছে সাধারণ মানুষবঙ্গনিউজ ডটকমঃ ওলার নৌকায় পার হচ্ছে সাধারণ মানুষপ্রযুক্তির কাজই মানবকল্যাণ, উদ্ভূত সমস্যার উদ্ভাবনী সমাধান দেওয়া। আর মানবিক আবেদনে? সেখানেও আছে প্রযুক্তির সমাধান। সম্প্রতি টানা বর্ষণে ভারতের চেন্নাইয়ের কিছু এলাকা বন্যায় আক্রান্ত হয়। বন্যাকবলিত এই এলাকাগুলোতে প্রয়োজনীয় রসদ সরবরাহ ও আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য সম্প্রতি অনলাইনে ট্যাক্সি প্রাপ্তির সুবিধা দেওয়া প্রতিষ্ঠান ‘ওলা’ প্রথমবারের মতো বিনা মূল্যে নৌকা পাঠানোর সেবা দিচ্ছে।
বইঠা বাহক হিসেবে দুজন মানুষ ছাড়াও প্রতিটি নৌকা পাঁচ থেকে নয়জন যাত্রী বহন করতে পারে। বৃষ্টি থেকে বাঁচতে নৌকাগুলোতে ছাতার ব্যবস্থাও আছে। যদিও ওলার ট্যাক্সি-সেবার মতো নৌকাগুলো তাদের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বুক করা যাচ্ছে না। তবে তামিলনাড়ুর ফায়ার ও রেস্কিউ বিভাগের তথ্যের ওপর ভিত্তি করে প্রয়োজন বুঝে সেসব এলাকাগুলোতে যাচ্ছে ওলার নৌকা। গত এক সপ্তাহে ভারী বর্ষণে চেন্নাইয়ের দৈনন্দিন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। এমন সময়ে ওলার অভিনব এ সেবা প্রশংসার দাবিদার বটে। তাদের এ সেবা চলবে আগামী তিন দিন। তবে জলাবদ্ধতা অনুযায়ী সময়টা আরও বাড়ানো হতে পারে।
ভারতে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ওলা দেশটির প্রায় ১০০টি শহরে সেবা দিয়ে যাচ্ছে। চলতি বছরের জুনে তুরস্কের ইস্তাম্বুলে আন্তমহাদেশীয় নৌপরিবহন-সেবা চালু করেছে উবার। ওলার এই সেবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। টুইটারে তো টপ ট্রেন্ড তালিকায় চলে এসেছে। মানুষজন দেখছেন বেশ ইতিবাচক দৃষ্টিতে। কেউ কেউ তো উবারকে খোঁচা দিয়েও করছেন টুইট।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৭   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ