সাকা-মুজাহিদকে বাঁচাতে পাকিস্তান জামায়াতের হুঙ্কার

Home Page » প্রথমপাতা » সাকা-মুজাহিদকে বাঁচাতে পাকিস্তান জামায়াতের হুঙ্কার
শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বাঁচাতে পাকিস্তান সরকার ও জাতিসংঘকে সোচ্চার হতে বলেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। তাদের ফাঁসির রায় পুনর্বিবেচনার জন্য দায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর লাহোর থেকে পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক আনুষ্ঠানিক বিবৃতিতে এ দাবি জানান। ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদেশের নিন্দায় আমির সিরাজুল হক’ শীর্ষক বিবৃতিটি দলটির ওয়েবসাইটে গত বুধবার থেকে প্রচার করা হচ্ছে। এতে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলার ঔদ্ধত্যও দেখিয়েছেন ভিন দেশি এই নেতা। বিবৃতিতে সিরাজুল হক বলেন, বাংলাদেশ সরকার তার রাজনৈতিক মতবিরোধীদের বিচারিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি একে ‘অবিচার’ আখ্যা দিয়ে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বিশেষ করে জাতিসংঘকে ভ‚মিকা নেওয়ার আহ্বান জানান। পাকিস্তানি নেতা বলেন, বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ পাকিস্তান সরকারকে নিশ্চুপ দর্শকের ভ‚মিকা পালন করলে হবে না। মুসলিম বিশ্বসহ সারা বিশ্বকে একত্রিত করতে উদ্যোগী হতে হবে পাকিস্তানকে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ঠেকাতে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় সংঘটিত কোনো অপরাধের জন্য যুদ্ধাপরাধের নামে কোনো বিচার করা হবে না বলে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতার দাবি করেন সিরাজুল হক। মুজাহিদ অপরাধী নয় দাবি করে সিরাজুল হক বলেন, ‘সেই সময়ে আলী আহসান মুজাহিদ একজন পাকিস্তানি নাগরিক হিসেবে ভারতীয়দের প্ররোচনায় উদ্বুদ্ধ কিছু যুদ্ধ-আগ্রাসীর হাত থেকে দেশকে রক্ষার চেষ্টা করেছিল। সেই দিক দিয়ে চিন্তা করলে তো মুজাহিদ অপরাধীই নয়।’ মুজাহিদের বিরুদ্ধে কোনো অপরাধই প্রমাণ হয়নি বলেও দাবি করে এই পাকিস্তানি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা পাকিস্তানের জন্য অনেক অবদান রেখেছেন। এখনো তারা সেই দেশের সৃষ্টিকে ভুলে গিয়ে পাকিস্তানের মতাদর্শ ধারণ করে চলছে বলে পাকিস্তানি নেতা উল্লেখ করেন।’

বাংলাদেশ সময়: ১১:৩০:৫৫   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ