“দেখাবো আলোর পথ”

Home Page » আজকের সকল পত্রিকা » “দেখাবো আলোর পথ”
বুধবার, ১১ নভেম্বর ২০১৫



ধামইরহাটে ৪ প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল “দেখাবো আলোর পথ”                   বঙ্গ-নিউজ ডটকমঃ জনিঃ  ধামইরহাট নওগার ধামইরহাটে তারুন্যের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সৃষ্ট উন্নয়নমুখী সংগঠন “দেখাবো আলোর পথ” এর সৌজন্যে ৪ জন শারীরিক তীব্র মাত্রার প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।ঈদের পূর্বের দিন শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হোসেন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব হুইল চেয়ার বিতরন করা হয়। দেখাবো আলোর পথ সংগঠনের অন্যতম উদ্যোক্তা আনিছুর রহমান ও মেহেদী হাসান জানান, মুলত আমরা রমজান আলীকেই হুইল চেয়ার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে ফেসবুকে একটি পোষ্ট দিলে শতশত কমেন্ট ও অনেকেই অর্থ দিয়ে সহযোগিতা করে। এর পর্যায়ে আমরা রমজান আলী ছাড়াও অর্জুনপুর গ্রামের জলিল (৩৫) বল্লা গ্রামের রতন (২৬) ও পৌর সদরের আজিজুল ইসলাম (৫০) সহ আরও ৩ জনকে ট্রাই সাইকেল হস্তান্তর করি।

এ সময় ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, রাজশাহী বহুমুধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহবুব হোসেন, প্রধান শিক্ষক খেলাল ই রাব্বানীসহ ফেসবুকের স্থানীয় তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩ জুলাই দৈনিক আমাদের সময়ে হামাগুড়ি দিয়ে ভিক্ষাবৃত্তি করার সচিত্র প্রতিবেদন দেখে মহাদেবপুর উপজেলার জনৈক ব্যবসায়ী আজিজুল হক ১চি হুইল চেয়ার রমজান আলীকে দিয়েছিলেন। কিন্তুদেখাবো আলোর পথ নামক সংগঠন কর্তৃক পরবর্তীতে সুবিধার জন্য রমজান আলী সহ আরও ৩ জনকে ট্রাই সাইকেল ও ১ জনকে হুইল চেয়ার প্রদান একটি ব্যতিক্রম ধর্মী কার্যক্রম বলে অভিজ্ঞ মহল মত পোষন করেছেন।

“দেখাব আলোর পথ” ধামইরহাটে তারুন্যের উদ্যোগে ফেসবুক সৃষ্ট উন্নয়নমুখী সংগঠন এরা শুধু নিজ এলাকা নয় সারা দেশে এরকম কাজ করতে আগ্রহী। এরা তরুণ এরা উদ্যম এরা বাধা হীন। এরকম কাজ করায় বঙ্গনিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে জানাই  প্রানঢালা অভিনন্দন।

বাংলাদেশ সময়: ১১:২৩:৪৪   ৭৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ