বাগদানের গুজব নিয়ে মুখ খুললেন সালমান

Home Page » বিনোদন » বাগদানের গুজব নিয়ে মুখ খুললেন সালমান
রবিবার, ৮ নভেম্বর ২০১৫



বাগদানের গুজব নিয়ে মুখ খুললেন সালমানবঙ্গনিউজ ডটকমঃ রোমানিয়ার ইউলিয়া ভান্টুরের সঙ্গে সালমান খানের বাগদানের গুজব নিয়ে গণমাধ্যমে তোলপাড় হয়ে গেলেও এই প্রসঙ্গে কোনো কথাই বলেননি তিনি। অবশেষে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি, জানিয়েছেন তার বিয়ে নিয়ে সবার আগ্রহ উপভোগ করেন তিনি।

সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, প্রেম সালমানের জীবনে কম আসেনি। কয়েকদিন পরে ৫০তম জন্মদিন উদযাপনের অপেক্ষা থাকা এই সুপারস্টার বিয়েটা এখনো করেননি। সালমানের সঙ্গে তাঁর বান্ধবী ইউলিয়ার ডিনার টেবিলের দৃশ্য ভাইরাল হয়। তারপর থেকেই শোনা যাচ্ছে সালমান নাকি বাগদান পর্বটি সেরেই ফেলেছেন।

অবশ্য এ কথা এমনি এমনি রটেনি। সালমানের বোন অর্পিতার বিয়েতে ইউলিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সালমান। ফার্ম হাউজ়ে একসঙ্গে ডিনারও সারেন তাঁরা। আর সেই ছবিই তো চলে আসে সামাজিক গণমাধ্যমে। তারপর আবার রোমানিয়ার এক সংবাদমাধ্যম জানায় সালমান খানের সঙ্গে নাকি বাগদান হয়ে গেছে ইউলিয়া ভান্টুরের। এই খবর চালু হওয়ার পরে অনেকদিন ধরেই চুপ ছিলেন সালমান। পিংকভিলাকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি বলেন, আমি আমার বাগদানের গুজবটা খুব উপভোগ করেছি। আমার মনে হয়েছিল গুজবটা বাড়তে থাকুক, কি আর হবে তাতে?

সালমান এও বলেন, তাঁর বাবা সেলিম খানকে নাকি কেউ একজন শুভেচ্ছাও জানিয়েছিল। তা শুনে সালমানের বাবার উত্তর ছিল, আমার মনে হয় না,ও তো ঘুমোচ্ছে। বে এই গুজবের যে একটি ভিত্তি আছে, তা স্বীকার করেছেন সালমান। বলেছেন, ইউলিয়ার এক বন্ধু আছে। তাঁর নামও ইউলিয়া। সেই দ্বিতীয় ইউলিয়ার নাকি বাগদান হয়ে গেছে। সংশয় ও গুজবের সৃষ্টিটাও সেখান থেকেই হয়েছে বলে মনে করেন সালমান। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ