সেঞ্চুরী হাঁকিয়েই ছন্দে ফিরলেন মুশফিক

Home Page » ক্রিকেট » সেঞ্চুরী হাঁকিয়েই ছন্দে ফিরলেন মুশফিক
রবিবার, ৮ নভেম্বর ২০১৫



http://www.dailynayadiganta.com/assets/records/news/201511/67677_152.jpgবঙ্গনিউজ ডটকমঃমুশফিকুর রহিম, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রাণভোমরা। দীর্ঘদিন ধরে মিডল অর্ডারের প্রধান ভরসা তিনি। কিন্তু শেষ দুই সিরিজেই যেন হঠাৎ নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই ব্যাটিং জিনিয়াস। মার্চ-এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সর্বশেষ নিজের সেরা ফর্মে ছিলেন মুশফিক। ৩টি ওয়ানডেতে সেবার ১১০ গড়ে তাঁর মোট সংগ্রহ ছিল ২২০ রান। কিন্তু এর পরপরই যেন কোথাও হারিয়ে গেল মুশফিকের ব্যাটের হাসি। সেই ঘরের মাটিতেই অনুষ্ঠিত হওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ৬ টি ম্যাচেই মুশফিককে যেন ঠিক চেনা গেল না। দুই সিরিজের ৬টি ম্যাচের ৫টিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮.৬ গড়ে তাঁর সংগ্রহ মোটে ৯৩ রান। যার মধ্যে সর্বোচ্চ ৩২।
পরপর দুই সিরিজে মুশফিকের ব্যাটে রান খরা দেখে ভাঁজ পড়লো বাংলার ক্রিকেট ভক্তদের কপালে। তবে কি মুশফিকের সেরা সময়টি পার হয়েই গেল?
কিন্তু নিজের প্রতি বিশ্বাস ছিল মুশফিকের। সেই সাথে সার্বক্ষণিক পাশে পেয়েছেন কোচ,অধিনায়ক ও টিমমেটদের। নেটে ব্যাট করে গিয়েছেন ঘন্টার পর ঘন্টা, জিমে ঘাম ঝরিয়েছেন দিনের পর দিন।
অবশেষে জিম্বাবুয়ে সিরিজ শুরু হবার পূর্বেই জিম্বাবুয়ে দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে ৮৯ রানের একটি ঝলমলে ইনিংস খেলে আবারো ফর্মে ফেরার আভাস দেন মুশি।
এরপর সেই আভাসকেই প্রমাণে রূপান্তরিত করে জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ওয়ানডেতেই এক অসাধারন সেঞ্চুরী হাঁকালেন মুশফিকুর রহিম। ১০৬ বলে ১০৭ রানের দর্শনীয় এক ইনিংস খেলে ভক্তদেরকেও বুঝিয়ে দিলেন, ‘তাঁর ব্যাট এখনও হাসি বন্ধ করে দেয়নি। বরং দেশের পতাকা আরো বহুদূর এগিয়ে নেবার যাত্রা তো কেবল শুরু হয়েছে মাত্র’।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৭   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ