জুমলা সম্মেলনের পৃষ্ঠপোষক বাংলাদেশি প্রতিষ্ঠান

Home Page » ফিচার » জুমলা সম্মেলনের পৃষ্ঠপোষক বাংলাদেশি প্রতিষ্ঠান
রবিবার, ৮ নভেম্বর ২০১৫



সম্মেলনে বাংলাদেশি প্রোগ্রামারদের স্টলে অন্য দেশের জুমলা প্রোগ্রামাররা l ছবি জুমশেপারের ফেসবুক পেজ থেকে সংগৃহীতবঙ্গনিউজ ডটকমঃ ভারতের বেঙ্গালুরুতে চলছে জুমলা প্রোগ্রামারদের সবচেয়ে বড় সম্মেলন ‘জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স’। গত শুক্রবার শেরাটন বেঙ্গালুরু হোটেলে শুরু হওয়া তিন দিনের এ সম্মেলনটি শেষ হবে আজ। ওয়েবসাইট তৈরি এবং এর বিষয়বস্তু সাজানোর (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-সিএমএস) সফটওয়্যার জুমলা গত ১৭ আগস্ট ১০ বছর পূর্ণ করেছে। এ কারণে সম্মেলনটিতে বিশেষ আয়োজন রাখা হয়েছে। এবারের সম্মেলনে ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশের জুমলা প্রোগ্রামার এবং জুমলা নিয়ে কাজ করেন এমন আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানও যোগ দিয়েছেন।
সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান জুমশেপার ও থিম এক্সপার্ট। এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেছে জুমশেপার। বাংলাদেশি এ প্রতিষ্ঠানটি জুমলা দিয়ে নানা ধরনের কাজ করছে। সম্মেলনে জুমশেপারের বড় একটি দলও অংশ নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘জুমলার আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান হিসেবে পৃষ্ঠপোষকতা করতে পেরে সত্যিই ভালো লাগছে। আমরা বেশ সাড়াও পাচ্ছি। আমাদের স্টলে আগ্রহীদের বেশ ভিড় দেখা যাচ্ছে। সবার কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।’

সম্মেলনের শুরুর দিনে উদ্ধোধনী অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান জুমলা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওপেন সোর্স মেটারসের সভাপতি সারাহ ওয়ার্টজ। সবাইকে জুমলাতে অবদান রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জুমলার পরবর্তী বড় সংস্করণ জুমলা ৪ আগামী বছরের মে মাসের মধ্যে উন্মুক্ত করা হবে। সম্মেলনে মূল বক্তা ছিলেন গিটহাবের কমিউনিটি ব্যবস্থাপক জোনো বেকন, এমআইটির সিএসএআইএলের হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশনের গবেষক লিয়া ভোরো, লিগো ফ্যাসিলেটর মার্কো রিলো, ক্রিয়েটিভ পরিচালক ব্র্যাড ফ্রস্ট, জুমলা ফোরামের গ্লোবাল সঞ্চালক ক্যান ক্রোডার, মজিলা অ্যাডভোকেট ও মেন্টর প্রিয়াংকা নাগ, জুমলা অ্যাভাঞ্জালিস্ট ও জুমলা লিডারশিপ দলের সদস্য টেসা মেরো।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে জুমলা নামানো হয়েছে পাঁচ কোটিরও বেশি বার

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২১   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ