সরকারের নীতির কারণেই ‘জঙ্গীবাদের উত্থান’

Home Page » জাতীয় » সরকারের নীতির কারণেই ‘জঙ্গীবাদের উত্থান’
শনিবার, ৭ নভেম্বর ২০১৫



http://www.bd24live.com/bangla/article_images/2015/11/07/mowdud.jpgবঙ্গনিউজ ডটকমঃ বর্তমান সরকারের নীতির কারণেই এ দেশে ‘জঙ্গীবাদের উত্থান’ ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আসুন সবাই মিলে আলোচনায় বসে দেশের চলামান হত্যা, জঙ্গিবাদ নির্সুলে আলোচনায় বসি। সবাইমিলে আলোচনা করে এসকল সমস্যঅর সমাধান করত্ হবে।

তিনি বলেন, সরকারের মনোভাব হচ্ছে দেশে শুধু একটি দলই রাজনীতি করতে পারবে, অন্যকোন দলের রাজনীতি করার দরকার নেই। সরকারের এই মনোভাবের কারণে জঙ্গীবাদের উত্থান ঘটছে।সরকার দেশকে এককভাবে চালাতে ব্যাস্ত।

শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্দ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ আলোচনা সভার আয়োজন করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি সমূহকে নিষ্কিয় করে ফেলা হলে দেশে জঙ্গীবাদের উত্থান আরো হবে। জঙ্গীবাদ,সন্ত্রাসবাদকে জাতীয় সমস্যা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন,এ সমস্যা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্যর বিকল্প নেই।

তিনি বলেন,দেশের সব গণতান্ত্রিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে সরকার আলোচনায় বসতে বাধ্য হয়।এসময় তিনি জঙ্গীবাদকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ বলেন,গণতন্ত্র ফিরিয়ে আনলে জঙ্গীবাদের অপমৃত্যু ঘটবে।

তিনি বলেন,পুলিশ বাহিনী তাদের দ্বায়িত্ব থেকে সরে এসে শুধু বিরোধী দলকে ঠেকাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের বলা হয়েছে, তোমাদের একমাত্র কাজ হচ্ছে বিরোধী দলকে ঠেকানো। একারণেই পুলিশ সন্ত্রাস দমনে সফল হচ্ছে না।

দেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন ,রাজনীতি আজ পয়সাওলাদের কাছে চলে যাচ্ছে। যারা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করেন তারা রাজনীতি বিদ নন।

আলোচনা সভায় অরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল(অব:) আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এদিকে একই বিষয়ে সুপ্রিমকোর্টে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন এত সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ