‘ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফেলেছি’:স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » ‘ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফেলেছি’:স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ৭ নভেম্বর ২০১৫



 asadujjaman

বঙ্গ-নিউজ ডটকমঃ

যুদ্ধাপরাধীদের বিচারের চূড়ান্ত রায়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে, তারা স্বাধীনতাযুদ্ধের পরাজিত সৈনিক; তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লেখক-ব্লগার হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার কার্যক্রম শুরু করা হয়েছে । ব্লগার হত্যায় পাঁচটি মামলার তিনটির চার্জশিট জমা হয়ে গেছে। এগুলোর বিচার কাজ শুরু হয়েছে। বাকি দু’টির চার্জশিট জমা দেয়া বাকি আছে।তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ফেলেছি। এসময় আয়োজক সংগঠনের সভাপতি সালমা খালেদের সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ এমপি প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিববেশ সৃষ্টি করার পায়তারা করছে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির।’ তিনি বলেন, ‘আইএস, আনছারুল্লাহ বাংলা, জেএমবি সব জঙ্গী সংগঠনের দোসর জামায়াত-শিশির। এরা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, খুব শিগগিরই মানবতাবিরোধী অপরাধের দায়ে দুজনের রায় কার্যকর হতে যাচ্ছে। আর এজন্যই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৬   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ