বঙ্গনিউজ ডটকমঃ ফতুল্লায় ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে বিসিবি একাদশ।
টস হেরে আগে ব্যাট করে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হকের ফিফটিতে ৮ উইকেটে ২৭৭ রানের লড়াকু পুঁজি গড়ে বিসিবি একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। দুই ওপেনার ইমরুল ৫৬ ও এনামুল ৫২ রান করেন। এ ছাড়া শাহরিয়ার নাফীস ৩৮ ও লিটন দাস ২৫ রান করেন।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি। টস হেরে আগে ব্যাটিং পায় বিসিবি একাদশ। আর ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়।
ইনিংসের ১৮তম ওভারে ৫৭ বলে ফিফটি তুলে নেন ইমরুল। পরের ওভারে জিম্বাবুয়ের স্পিনার জন নিয়ুম্বুকে ইমরুল একটি ও এনামুল টানা দুটি চার মারেন। আর এতে ১৯ ওভারেই দলীয় ১০০ রানের কোটা পার করে বিসিবি একাদশ।
পরের ওভারেই অবশ্য বিদায় নেন ইমরুল। স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে ম্যালকম ওয়ালারকে ক্যাচ দেওয়া ইমরুল ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন। ইমরুলের বিদায়ের পরের বলেই চার মেরে ফিফটি পূরণ করেন এনামুল। কিন্তু এক ওভার বাদে ওই ক্রেমারের বলে তিনিও ইমরুলের দেখানো পথে হাঁটেন। ৫২ রান করা এনামুলকে স্টাম্পিং করেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামি। ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংসটি সাজান এনামুল।
দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত ২০ রান করে ক্রেমারের বলে রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন। তার বিদায়ের পর সাব্বির রহমান ক্রিজে এসে দ্রুতই সাজঘরের পথ ধরেন। লুক জংউইয়ের বলে টেন্ডাই চিসোরোকে ক্যাচ দেওয়ার আগে মাত্র ৩ রান করেন সাব্বির।
এরপর পঞ্চম উইকেটে শাহরিয়ার নাফীসের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর ২০০ পার করেন মুশফিক। ৩৮.২ ওভারেই দুইশ পার করে বিসিবি। সেই সঙ্গে মুশফিক তুলে নেন ফিফটি। ইনিংসের ৪০তম ওভারে চাকাভার বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন মুশফিক।
পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৯০ রানের বড় জুটি গড়ে ব্যক্তিগত ৩৮ রান করে বিদায় নেন শাহরিয়ার। ঠিক ৩৮ বলেই ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ রানের ইনিংসটি সাজান এবারের জাতীয় লিগের শেষ ম্যাচে জোড়া সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান। শাহরিয়ারের বিদায়ের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (১) ক্রিজে এসে রান আউটে কাটা পড়ে দ্রুতই সাজঘরে ফেরেন।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে ইরফান শুক্কুরও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৫৩ রানে ব্যক্তিগত ৩ রান করে জংউইয়ের চাকাভাকে ক্যাচ দেন তিনি। এরপর সানজামুল ইসলামও দ্রুতই (১১) সাজঘরে ফিরে যান। তবে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু পুঁজি এনে দেন মুশফিক।
বাংলাদেশ সময়: ১৭:১৯:১০ ৩৩৫ বার পঠিত