ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস

Home Page » আজকের সকল পত্রিকা » ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫



প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশমন্ত্রী মেলানি শ্লুটজ ভ্যান হেইজেন গতকাল রটারডামে অন্যতম বড় প্রকৌশল প্রকল্প দ্বিতীয় মাসভ্লাক পরিদর্শন করেন। এ জন্য জাহাজে ওঠার আগে তোলা ছবি l ছবি: এএফপিবঙ্গনিউজ ডটকমঃ পানি ব্যবস্থাপনা ও বন্যানিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা-সংক্রান্ত ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। দেশটির অবকাঠামো ও পরিবেশমন্ত্রী গতকাল বুধবার সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আশ্বাস দেন। খবর বাসসের।
নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগের গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে ডাচ ডেল্টা অ্যাপ্রোচ উপস্থাপনকালে এ আশ্বাস দেন দেশটির অবকাঠামো ও পরিবেশমন্ত্রী মেলানিয়া সুল্টজ ভান হায়েজেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই দেশের পানিসম্পদ বিশেষজ্ঞরা যোগ দেন।
মেলানিয়া সুল্টজ ভান হায়েজেন বলেন, ‘আমরা বাংলাদেশের ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।’ তিনি বলেন, তাঁর দেশ বাংলাদেশে পানি খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে সহযোগিতা অব্যাহত রেখেছে।
নেদারল্যান্ডসের স্টাফ ডেল্টা প্রোগ্রাম কমিশনার জাস ভান আলপনেস এবং বাংলাদেশের পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের যুগ্ম প্রধান মফিদুল ইসলাম দেশটির ডেল্টা অ্যাপ্রোচ ও বাংলাদেশের ডেল্টা প্ল্যানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
ডাচ মন্ত্রী বলেন, ‘বন্যানিয়ন্ত্রণে নেদারল্যান্ডস ও বাংলাদেশ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’ ডেল্টা প্ল্যান উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডাচ মন্ত্রী বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনায় সমস্যার বাস্তব সমাধানের জন্য আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন।’ তিনি বলেন, নেদারল্যান্ডসের দুই-তৃতীয়াংশ ভূমি বন্যার ঝুঁকিতে রয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘ ৬০ বছরের ডেল্টা প্ল্যান-১৯৫৩ সফলভাবে বাস্তবায়নের পর আরও একটি ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, নৌসচিব শফিক আলম মেহেদী এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।
পরে শেখ হাসিনা হেলিকপ্টার ও জাহাজে করে পোতাশ্রয় এলাকাসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন। এর আগে বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক ডাচ মন্ত্রী লিলিয়ান প্লুমেন এবং অবকাঠামো ও পরিবেশমন্ত্রী মেলানি সুল্টজ হোটেল স্যুটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেদারল্যান্ডসের সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে লালগালিচা সংবর্ধনার পর তাঁকে স্বাগত জানান ডাচ অবকাঠামো ও পরিবেশমন্ত্রী মেলানি সুল্টজ ভান হায়েজেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এবং ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেওনি মারগারেতা কুয়েলেনায়েরা।
বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হেগ নগরীর গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। হোটেলে পৌঁছার পর অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা-কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে দুটি শিশু হোটেল লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ