বঙ্গনিউজ ডটকমঃ জীবনের পঞ্চাশটি বছর পার করেও তরুণ প্রেমিকের ভূমিকায় যিনি দর্শক হৃদয়ে ঝড় তুলতে পারেন তিনি আর কেউ নন, বলিউডের ‘কিং খান’ শাহরুখ। ২ নভেম্বর জীবনের অর্ধ শতক পূর্ণ করলেন তিনি।হাফ সেঞ্চুরি করে সবলে ক্রিজে টিকে থাকার বিষয়টি নিশ্চয় তার জীবনের এ পর্বকে গুরুত্ববহ করে তুলেছে। সেই সঙ্গে অবশ্য এ আরো কয়েকটি ঘটনার কারণে খবরের শিরোনাম হয়ে চলেছেন। কিছু দিন আগেই বলিউড-ক্ল্যাসিক ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির বিশ বছর পূর্তি উপলক্ষে এক ভিডিও ক্লিপিংয়ে দেখা গেল শাহরুখকে। কয়েক মিনিটের সেই ভিডিওতে আগের মতোই প্রাণবন্ত ও প্রেমিকের অভিব্যক্তিতে অনবদ্য মনে হলো তাকে। কাজলের সঙ্গে তার খুনসুটি যে দারুণ উপভোগ করেছে দর্শক সেটি ইউটিউবে ভিডিওটির জনপ্রিয়তায় বোঝা গেছে। এটি নতুন করে দর্শককে মনে পড়িয়ে দিয়েছে শাহরুখ-কাজল জুটির জাদুর কথা। এই জাদু অবশ্য আগামী মাসেই চোখে পড়বে। কারণ ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-কাজল জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’। পরিচালক রোহিত শেঠি আর প্রযোজক শাহরুখ দুজনেই এখন ছবিটির সাফল্যের কামনায় প্রতীক্ষার প্রহর গুণছেন।
২৫ অক্টোবরে বিয়ের ২৪ বছর পার করে খবরের শিরোনাম হয়েছেন শাহরুখ-গৌরী দম্পতি। বিয়ের ২৪ বছর হলেও তাদের প্রেমের বয়স ৩২ বছর। বয়স বিশ হওয়ার আগেই গৌরীর সঙ্গে প্রেম শুরু করেন শাহরুখ। এখানেও প্রেমিক হিসেবে সাফল্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তিনি। বলিউডের পর্দায় যিনি একের পর এক নায়িকার সঙ্গে রোমান্স করেছেন বাস্তবে তিনি ৩২ বছর ধরে আবদ্ধ আছেন জীবনের প্রথম ও একমাত্র প্রেমিকা গৌরী খানের বাহুডোরে। তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা কলহের খবর কখনো ডালপালা মেলেনি। সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। ঐশ্বরিয়া রাই ও প্রিয়াংকা চোপড়ার সঙ্গে তার গোপন রোমান্সের গুঞ্জন মাঝে মধ্যে বাজারে ছড়ালেও সেগুলো যে প্রকৃতপক্ষে সিনেমা হিট করানোর বাণিজ্যিক কৌশল ছিল, তা প্রমাণিত হয়েছে পরে। সত্যিকারভাবে কোনো রকম স্ক্যান্ডালের আঁচ লাগেনি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ার ও দাম্পত্যে। চলচ্চিত্র পাড়ায় এটাও একটা রেকর্ড বৈকি।
দুই দশকের বেশি সময় ধরে কত ছবিতেই না প্রেমিক রূপে দেখা গেছে তাকে। ১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে ‘দিওয়ানা’ হিসেবে তার অভিষেক। ‘বাজিগার’, ‘আঞ্জাম’ ও ‘ডর’- এ উন্মাদ-খুনি প্রেমিক, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র নিষ্পাপ প্রেমিক, ‘দিল তো পাগল হ্যায়’-এর স্বপ্নময় প্রেমিক, ‘পরদেশ’ এবং ‘স্বদেশ’-এর অনাবাসী প্রেমিক, ‘কয়লা’র বাকপ্রতিবন্ধী প্রেমিক, ‘হাম তুমহারে হ্যায় সানাম’-এর সন্দেহবাতিকগ্রস্ত প্রেমিক, ‘কাভি আল বিদা না কেহনা’র বিবাহিত প্রেমিক-সব ভূমিকাতেই অনবদ্য তিনি। জুহি চাওলা, কাজল, মাধুরী দীক্ষিত, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে সুস্মিতা সেন, প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফসহ অনেক নায়িকার বিপরীতেই তার পর্দা রসায়ন চমৎকার। এমনকি দিপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মার মতো বয়সে প্রায় কুড়ি বছরের ছোট নায়িকার বিপরীতেও ‘ওম শান্তি ওম’ কিংবা ‘রাব নে বানাদি জোড়ি’তে টগবগে প্রেমিকের ভূমিকায় দেখা গেছে তাকে। এই তো সেদিন ‘চেন্নাই এক্সপ্রেস’ এ লুঙ্গি ডান্স দিয়ে পর্দা এবং বক্স-অফিস দুটোই মাতালেন কিং খান।
শাহরুখ খানের প্রেমের ছবির মধ্যে ‘দিওয়ানা’ ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘পরদেশ’ ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ভির-জারা’, ‘কাল হো না হো’, ‘মোহাব্বাতে’, ‘দেবদাস’, ‘কাভি খুশি কাভি গম’, ‘চালতে চালতে’, ‘কাভি আল বিদা না কেহনা’, ‘ওম শান্তি ওম’, ‘রব নে বানাদে জোড়ি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ‘জাব তাক হ্যায় জান’ বক্স-অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে।
দিলিপ কুমারের পর বলিউডে তিনিই হয়ে ওঠেন সার্থক ‘দেবদাস’। ‘দেবদাস’এর মাধ্যমেই ২০০০ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। আর এখন লস এঞ্জেলস টাইমসের মতে তিনি বিশ্বের সেরা চলচ্চিত্র তারকা। হলিউডের সেরা ধনী তারকাদের পেছনে ফেলে বিশ্বের অন্যতম সেরা ধনী তারকা তিনি। ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মাননায়। ৮০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৬৫ সালের ২ নভেম্বর নয়া দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় শাহরুখ খানের। ১৯৮৯ সালে ‘ফৌজি’, ‘দিল দরিয়া’, ‘সার্কাস’ ইত্যাদি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় তার। ১৯৮১ সালে বাবা এবং ১৯৯১ সালে মায়ের মৃত্যুর পর বোন শাহানাজ লালারুখ ছাড়া আপন বলতে আর কেউ ছিল না তার। বিয়েতেও গৌরীর পরিবারের সদস্যরা ছিলেন গররাজি। সে সময় কেউ ভাবতে পারেনি নয়া দিল্লির সেই সাদা-সিধে ছেলেটি একদিন বলিউডের ‘বাদশাহ’ মনে যাবে। কপর্দকশূন্য অবস্থায় মুম্বাইয়ে পাড়ি জমানো শাহরুখ এখন প্রাসাদের মালিক।
বলিউডের ‘প্রেমিক-শ্রেষ্ঠ’ শাহরুখকে আগামীতে দেখা যাবে তার চেয়ে ২৮ বছরের ছোট অভিনেত্রী আলিয়া ভাটের বিপরীতে। নায়িকার বয়স যাই হোক না কেন পর্দার সেরা প্রেমিক হিসেবে শাহরুখকে কেউ ছাড়াতে পারবে না বলেই মনে হয়
বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৭ ৪০৭ বার পঠিত