মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সা কোচ

Home Page » খেলা » মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সা কোচ
শনিবার, ৩১ অক্টোবর ২০১৫



বঙ্গ নিউজ ডট কমঃ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২১ নভেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এই ম্যাচের আগে ইনজুরিগ্রস্থ লিয়নেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বার্সা বস লুইস এনরিকে। হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় প্রায় এক মাস মাঠের বাইরে রয়েছেন মেসি। সম্ভাব্য সময় হিসেবে ছয় থেকে আট সপ্তাহের বিশ্রামের ধারণা দিয়েছিলেন চিকিৎসকরা। মেসি নিজেও অবশ্য দাবি করেছিলেন শতভাগ ফিট না হয়ে তিনি মাঠে ফিরবেন না। সে কারণেই বার্নাব্যু সফরে তার উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই কারণে আগামী ১৩ ও ১৭ নভেম্বর ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের দলেও তাকে বিবেচনা করেননি আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এনরিকে বলেছেন, এল ক্ল্যাসিকোর পরে যেহেতু মৌসুমের আরো দুই তৃতীয়াংশ ম্যাচ বাকি থাকবে সে কারণেই মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। এতে করে তার ইনজুরি আরো গুরুতর হয়ে উঠতে পারে। এল ক্ল্যাসিকোর আগে শুধুমাত্র মেসির ইনজুরি নিয়েই পুরো দল চিন্তিত বলে এনরিকে স্বীকার করেছেন। তবে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জি রবার্তো ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় এনরিকে কিছুটা স্বস্তিতে রয়েছে। রোববার গেতাফের বিপক্ষে এই দু’জনই মাঠে নামছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ২-১ গোলে জয়ী ম্যাচটিতে ইনিয়েস্তা হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রায় এক মাস যাবত মাঠের বাইরে ছিলেন। অন্যদিকে কুঁচকির ইনজুরি কাটিয়ে ১০ দিন পরে দলে ফিরেছেন রবার্তো। এই দু’জনের আগমনে বার্সা বস মধ্যমাঠ নিয়ে স্বস্তিতে থাকতেই পারেন। বিশেষ করে দীর্ঘদিনের হাঁটুর ইনজুরির কারণে রাফিনহা ও দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে জেভিয়ার মাসচেরানোর সার্ভিস পাওয়া যাচ্ছে না বলেই দারুণ দুঃশ্চিন্তায় ছিলেন এনরিকে।

বাংলাদেশ সময়: ১৮:০২:৩০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ