ব্যবসায়ী কারিনা, ঘরজামাই অর্জুন!

Home Page » বিনোদন » ব্যবসায়ী কারিনা, ঘরজামাই অর্জুন!
শনিবার, ৩১ অক্টোবর ২০১৫



কারিনা কাপুর খানবঙ্গনিউজ ডটকমঃ কারিনা কাপুর খানকারিনা কাপুর খাননির্মাতা আর বা​লকির ‘কি অ্যান্ড কা’ ছবিতে পতৌদির ‘ছোটে নবাব’ সাইফ আলী খানের বেগম কারিনা কাপুর খানকে দেখা যাবে পুরোদস্তুর এক ব্যবসায়ীর ভূমিকায়। আর তাঁর জুটি অর্জুন কাপুর এ ছবিতে হয়েছেন ঘরজামাই! অবশ্য ছবিতে করপোরেট ব্যক্তিত্ব কারিনা কাপুরকে পুরো পশ্চিমা ধাঁচের পোশাকে দেখা গেলেও ভক্তদের একবারে নিরাশ করতেও চাননি এ অভিনেত্রী। আর এ জন্যই সম্ভবত ‘কি অ্যান্ড কা’​ ছবির একটি গানে তাঁকে দেখা যাবে নকশাদার জমকালো এক লেহেঙ্গায়। কারিনার এই ‘বিশেষ’ লেহেঙ্গা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে নানা শোরগোল।অভিনয়ের প্রয়োজনে কত কিছুই না করতে হয় চলচ্চিত্রের তারকাদের! সুইজারল্যান্ডের কনকনে ঠান্ডায় পাতলা ফিনফিনে শিফন শাড়ি কিংবা প্রচণ্ড গরমেও পরতে হয় ওভারকোট। তাই বলে ৩২ কেজি ওজনের লেহেঙ্গা! সঞ্জয় লীলা বনশালীর ‘গলিও কি রাসলীলা-রাম লীলা’ ছবিতে নায়িকা দীপিকা পাডুকোণ ৩০ কেজি ওজনের এক লেহেঙ্গা পরেছিলেন। সম্প্রতি আর বালকির ‘কি অ্যান্ড কা’ ছবির একটি গানের দৃশ্যের জন্য পতৌদির ছোটে নবাব সাইফের বেগম কারিনা কাপুর খানকে পরতে হয়েছে ৩২ কেজি ওজনের এক লেহেঙ্গা।অর্জুন কাপুর ও কারিনা কাপুর
কারিনার জন্য এই নকশাদার ‘ওজনদার’ লেহেঙ্গাটির ডিজাইন করেছেন কারিনারই এক কাছের বন্ধু নামকরা ডিজাইনার মণীশ মালহোত্রা। মনীশ ভারতের একজন নামকরা পোশাক ডিজাইনার। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘সাথিয়া’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির মতো অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয়শিল্পীদের জন্য পোশাকের নকশা করেছেন তিনি। কারিনার বিয়ের অনুষ্ঠানেরও বেশির ভাগ পোশাকের নকশা মণীশের করা।
জানা গেছে, ‘কি এন্ড কা’ ছবিতে কারিনার পরিহিত এ লেহেঙ্গাটি কয়েক পরত নেটের কাপড়ে তৈরি, এতে করা হয়েছে ভারী জারদৌসি কাজ। যে গানের দৃশ্যের প্রয়োজনে কারিনা এ পোশাকটি পরেছেন; সেটির কোরিওগ্রাফি করেছেন বসকো। ‘পা’, ‘চিনি কম’, ‘শামিতাভ’খ্যাত নির্মাতা আর বালকি তাঁর এই নতুন ছবিতে গানের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এনেছেন।
এদিকে, প্রচণ্ড গরমের মধ্যে টানা দুই দিন এই ৩২ কেজি জেনের লেহেঙ্গা পরে গানের শুটিং করে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কারিনা। এত গরমে ৩২ কেজি ওজনের লেহেঙ্গা যিনি সামলেছেন তিনি তো বাহবা পাওয়ারই যোগ্য।
‘কি অ্যান্ড কা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৬ সালে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ