১ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর।।

Home Page » আজকের সকল পত্রিকা » ১ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর।।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হচ্ছে। ওই দিন থেকে ঢাকা মহানগরীতে অটোরিকশার ভাড়া মিটার অনুযায়ি ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আগামী ১ জানুয়ারি এ মহানগরীতে মিটারে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন ভাড়া কার্যকরের পর ঢাকা মহানগরীর সিএনজি অটোরিকশাগুলোকে মিটার অনুযায়ী না চললে ডাম্পিং করতে মেজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিন ১ নভেম্বর ঢাকায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করবে বিআরটিএ। বৃহস্পতিবার বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে অটোরিকশা মালিক ও চালকদের সঙ্গে বৈঠকে এ বিষয় জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছে বিআরটিএ।
এ বিষয়ে বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল সাংবাদিকদের বলেন, সিএনজি অটোরিকশা মিটার অনুযায়ী ভাড়া আদায়ের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অতিরিক্ত ভাড়া আদায় করলে অটোরিকশা ডাম্পিং করতে মেজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, সিএনজি অটোরিকশার মিটার ক্যালিবারেশন শেষ পর্যায়ে। আগামী শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিনও অফিস খোলা থাকবে।
সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়াও বাড়িয়েছে। এতে প্রথম ২ কিমি ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি মিনিট ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার হার সংযোজন করে সব সিএনজি অটোরিকশার মিটার ক্যালিবারেশন করা হচ্ছে।
এদিকে রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১ নভেম্বর থেকে রাজধানীর সব অটোরিকশাকে (সিএনজি চালিত) মিটারে চলাচল করতে বলা হয়েছে। মিটারের বাইরে কেউ চলতে পারবে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫০   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ